Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধানের শীষের চিঠি পেয়েছেন যারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ০৫:৪৬ PM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৮, ০৫:৫৩ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রার্থীদের হাতে চিঠি দেয়ার আনুষ্ঠানিক কার্যক্রম চালাচ্ছে বিএনপি।

আজ মঙ্গলবার (২৭ডিসেম্বর) ১২ টা থেকে দ্বিতীয় দিনে  মতো  গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় থেকে এ চিঠি দেয়া শুরু হয়।

দলীয় সূত্রে থেকে জানা যায়, আজকের মধ্যে সব মনোনয়ন প্রত্যাশীদের চিঠি পাঠানোর কার্যক্রম শেষ হবে। তবে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো পুরো তালিকা প্রকাশ করা হয়নি।

বিকেল পাঁচটা পর্যন্ত যারা মনোনয়নের চিঠি হাতে পেয়েছেন তারা হল যথাক্রমে

ঢাকা-২ আমান উল্লাহ আমান

ঢাকা-৬ ইশরাক হোসেন

ঢাকা-১০ আব্দুস সালাম

ঢাকা-১৩ আব্দুস সালাম

ঢাকা-১৭ ফরহাদ হালিম

গাজীপুর -১ তানভির আহমেদ সিদ্দিকী

নোয়াখালী -১ মামুনুর রশীদ মামুন

ব্রাম্মনবাড়িয়া -৩ তৌহিদুল ইসলাম

ব্রহ্মনবাড়ীয়া-২ শেখ মোহাম্মদ শামীম মিয়া

ফরিদপুর -৪ আসনে শাহরিয়ার ইসলাম শায়লা,

পাবনা -৪ সিরাজুল ইসলাম সরকার

বরগুনা-২ অ্যাডভোকেট খন্দকার মাহবুব,

রাজবাড়ী -১ আলী মাহমুদ নেওয়াজ খৈয়াম,

কুষ্টিয়া-১ রেজা আহমেদ,

কুষ্টিয়া-৪ সৈয়দ মেহেদী আহমেদ রুমী,

কুষ্টিয়া -৩ সোহরাব উদ্দিন, জাকির হোসেন সরকার,

কিশোরগঞ্জ -১ আখতারুজ্জামান,

কিশোরগঞ্জ -৩ সাইফুল ইসলাম সুমন,

কিশোরগঞ্জ -৫ মাহমুদুর রহমান চৌধুরী

সিরাজগঞ্জ - সাইফুল ইসলাম শিশির

জামালপুর-১ রাশিদুজ্জামান মিল্লাত,

জামালপুর- ৩ মুস্তাফিজুর রহমান বাবুল, মো: বদরুদোজ্জা,

জামালপুর-৪ ফরিদুল কবির তালুকদার শামীম,

জামালপুর-৫ অ্যাড. শাহ ওয়াজেদ মামুন,

চট্টগ্রাম -১ কামাল উদ্দিন আহমেদ, রুহুল আমীন,

চট্টগ্রাম -৩ নুরুল মোস্তাফা খোকন

চট্টগ্রাম- ৫ মীর মোহাম্মদ নাসির উদ্দিন,

চট্টগ্রাম-৭ শওকত আলী নুর,

চট্টগ্রাম -৯ সাইফুল আলম,

চট্টগ্রাম -১৩  মুস্তাফিজুর রহমান,

কক্সবাজার -১ আলমগীর ফরিদ

নেত্রাকোনা-১  ব্যারিস্টার কায়সার কামাল,

নেত্রকোনা-২ আশরাফ আলী খান, এ টি এম আব্দুল বারী

 নেত্রকোনা - ৩ রফিকুল ইসলাম হেলালী,

নেত্রাকোনা-৪ তাহমিনা জামান

নেত্রকোনা -৫ আবু তাহের তালুকদার ও রাবেয়া খাতুন,

ময়মনসিংহ -৩ আহমেদ তায়েবুর রহমান

ময়মনসিংহ -১ সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আফজাল ইসলাম, আক্তারুজ্জামান বাচ্চু

ময়মনসিংহ -২ শাহ শহীদ সোরোওয়ার, ইয়াসির খান চৌধুরী ও আবুল বাশার আকন্দ,

ময়মনসিংহ -৩ আহমেদ তায়েবুর রহমান, মোহাম্মদ আব্দুর সেলিম,

ময়মনসিংহ ৯ ইয়াসের খান চৌধুরী,

ময়মনসিংহ -১০ মো. আখতারুজ্জামান ও এবিএম সিদ্দিকুর রহমান, মো : আক্তারুজ্জামান

বরগুনা -২ এ্যাড.খন্দকার মাহবুব,

টাঙ্গাইল-৩ মাইনুল ইসলাম,

টাঙ্গাইল-৪ আ. হালিম মিয়া ও লুৎফর রহমান,

টাঙ্গাইল-৬ গৌতম  চক্রবর্তী

কুমিল্লা - শওকত মাহমুদ

কুমিল্লা-৬ হাজী আমিনুর রশীদ ইয়াসিন,

কুমিল্লা - ৪ সাইদা রফিক,

কুমিল্লা -৬ হাজী আমিনুর রশীদ ইয়াসিন, কুমিল্লা -৯ অানোয়ারুল অাজিম,

কুমিল্লা -১০ মোবাশ্বির আলম ভুইয়া,

সাতক্ষীরা-১ হাবিবুর রহমান হাবিব

সাতক্ষীরা-৪ কাজী আলাউদ্দিন ও হাবিবুল ইসলাম হাবীব,

শেরপুর- ১ আলহাজ্ব হযরত আলী

শেরপুর - ২ এ কে এম মোখলেসুর রহমান রিপন,

শেরপুর -৩ মোস্তাফিজুর রহমান বাবুল, মাহমুদ হক রুবেল,

কুষ্টিয়া-১ রেজা আহমেদ (বাচ্চু মোল্লা), কুষ্টিয়া ২ ফরিদা ইয়াসমিন,

কুষ্টিয়া -৩ মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন ও জাকির হোসেন সরকার,

কুষ্টিয়া-৪ সৈয়দ মেহেদী আহম্মদ রুমী,

চাঁদপুর  -৫ ইঞ্জিনিয়ার মমিনুল হক,

চাঁদপুর -৩ শেখ ফরিদ আহমেদ

সুনামগঞ্জ -১ কামরুজ্জামান

ফরিদপুর-১ শাহ মোঃ আবু জাকির,

ফরিদপুর -২ শাহ মো: আবু জাফর,

ফরিদপুর- ৪ শাহরিয়া ইসলাম শায়লা,

রাজবাড়ী -১ এ্যাড. আসলাম

লক্ষীপুর-২ হারুনুর রশীদ

লক্ষীপুর- ৩ সাহাবুদ্দিন সাবু,

গোপালগঞ্জ ২-সিরাজুল ইসলাম সিরাজ, ড.কে এম বাবর

গাইবান্ধা -৩ রওশন আরা খাতুন,

সিলেট-৩ শফির আহমদ চৌধুরী, কায়য়ুম চৌধুরী

মৌলভীবাজার -১ মোঃ  নাসির উদ্দিন

মৌলভীবাজার -৩ এ এস নাসের রহমান

মুন্সীগঞ্জ-১ শাহ মোয়াজ্জেম হোসেন, 

সুনামগঞ্জ -১ কামরুজ্জামান কামরুল

সুনামগঞ্জ -২ জহির রায়হান চৌধুরী

নরসিংদী -১ খাইরুল কবির খোকন,

নরসিংদী -৩ মোঃ আকরামুল হাসান

নরসিংদী -৫ মো: আশরাফ উদ্দিন

রাজশাহী -৬ রমেশ দত্ত,

যশোর -৪ সুকৃতি কোমার মণ্ডল

নারায়নগঞ্জ-১ মুস্তাফিজুর রহমান ভুইয়া, কাজী মনিরুজ্জামান

নারায়ণগঞ্জ -২ এ কে এম মোখলেসুর রহমান রিপন,

নারায়ণগঞ্জ -৩ মোঃ আজাহারুল ইসলাম মান্নান

নারায়ণগঞ্জ -৪ শাহ আলম, অধ্যাপক  মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ -৫ সাইদ আহমেদ

ফেনী- ৩ আব্দুল লতিফ জনি

পিরোজপুর -২  মোস্তাফিজুর রহমান ইরান

দিনাজপুর -৩ এ্যাড.মোফাজ্জল হোসেন দুলাল

মেহেরপুর -২ মোঃ আমজাদ হোসেন

এর আগে, সকাল থেকে মনোনয়নের চিঠির জন্য বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের বাইরে ভিড় জমান নেতাকর্মীরা।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে এবং ভারপ্রাপ্তছ চেয়ারম্যান তারেক রহমান বিদেশে থাকায় মনোনয়নের চিঠি দিচ্ছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সকাল সাড়ে ১১টার দিকে কার্যালয়ে প্রবেশ করেন। এরপরই মনোনীতদের চিঠি দেয়া শুরু হয়।

Bootstrap Image Preview