Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুম্বাই হামলাকারী ধরতে ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ০৪:২৯ PM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৮, ০৪:২৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের মুম্বাই হামলার ১০ বছর পরও চাপে রয়েছে পাকিস্তান। রক্তক্ষয়ী এ হামলার এক দশক পূর্তিতে ঘাতকদের ধরতে বা তাদের সম্পর্কে তথ্য পেতে নতুন করে ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি পাকিস্তানকে শিগগিরই হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হুশিয়ারি দিয়েছে ওয়াশিংটন।

রবিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বিবৃতিতে এ হুশিয়ারির পাশাপাশি পুরস্কার মূল্য ঘোষণা করেন। খবর এনডিটিভির। ২০০৮ সালের ২৬ নভেম্বর জঙ্গি হামলায় রক্তে ভিজেছিল মুম্বাই। ২৬ থেকে ২৯ নভেম্বর তিন দিনব্যাপী চালানো রক্তক্ষয়ী এ হামলায় নিহত হয়েছিলেন ৬ মার্কিনিসহ ১৬৬ জন।

আহত হন অন্তত ৩০৮ জন। এখনও সেই ক্ষত বয়ে বেড়াচ্ছে নিহতদের পরিজনরাসহ আহতরা। পাকিস্তানের লস্কর-ই-তৈয়বা (এলইটি) জঙ্গিগোষ্ঠীর প্রধান হাফিজ সইদ এ হামলার হোতা বলে অভিযুক্ত। কিন্তু হামলায় জড়িতদের এখনও বিচারের আওতায় আনা যায়নি।

মুম্বাই হামলার ষড়যন্ত্রকারী কিংবা হামলা চালাতে সহায়তকারীদের সম্পর্কে তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ওই পুরস্কার ঘোষণা করেছে। ভারতীয় মুদ্রায় যার মূল্য ৩৫ কোটি ২১ লাখ ৭৫ হাজার রুপি। রোববার পম্পেও সিঙ্গাপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদির সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুরস্কারের এ ঘোষণা এলো।

এ নিয়ে মুম্বাই হামলার ঘটনায় জড়িতদের ধরতে তৃতীয়বারের মতো পুরস্কার ঘোষণা করল যুক্তরাষ্ট্র। এর আগে ২০১২ সালে মার্কিন পররাষ্ট্র বিভাগ এলইটি জঙ্গিগোষ্ঠীর প্রতিষ্ঠাতা হাফিজ সাইদকে ধরিয়ে দিতে এক কোটি ডলার এবং দলটির আরেক নেতা হাফিজ আবদুল রহমান মক্কিকে ধরিয়ে দেয়ার জন্য ২০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল।

Bootstrap Image Preview