Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভয়ঙ্কর হয়ে উঠছে চীন, আতঙ্কে ভারত!

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ০৩:০৫ PM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৮, ০৩:০৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বিমান বহনে সক্ষম রণতরী তৈরি করছে চীন। সোমবার চীনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের দু’টি যুদ্ধজাহাজ থাকলেও তৃতীয়টি আরো বড় শক্তিশালী হবে।

এই যুদ্ধজাহাজটি তৈরি হলে চীনের নৌবাহিনী আরো শক্তিশালী হয়ে উঠবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

এদিকে ভারতীয় নৌবাহিনী সূত্রে খবর, ১৯৬১ সাল থেকে ভারতের হাতে বিমান বহনে সক্ষম যুদ্ধজাহাজ থাকলেও এই মুহূর্তে এই ধরনের একটি রণতরীই রয়েছে। আইএনএস বিক্রমাদিত্য। অনুমান, ২০২০ সালে পরীক্ষামূলকভাবে পানিতে নামানো হবে দেশীয় প্রযুক্তিতে তৈরি আইএনএস বিক্রান্ত।

সামরিক ক্ষেত্রে বরাবর শক্তিশালী হলেও যুদ্ধবিমান, হেলিকপ্টার বহনে সক্ষম রণতরী তৈরির ক্ষেত্রে অন্যান্য দেশের তুলনায় কিছুটা পিছিয়ে ছিল চীন। ২০১২ সালে ইউক্রেনের কাছ থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নে তৈরি যুদ্ধজাহাজ লিয়াওনিং কেনে চীন। যুদ্ধজাহাজটি পরীক্ষামূলকভাবে পানিতে নামানো হলেও মূল লক্ষ্য ছিল এই সংক্রান্ত যাবতীয় প্রযুক্তি উদ্ঘাটন করা। পরবর্তী সময়ে নিজেদের দেশেই বিমান বহনে সক্ষম আরো একটি যুদ্ধজাহাজ তৈরি করে চীন।

Bootstrap Image Preview