Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দ্বিতীয় দিনে বিএনপির মনোনয়ন পেয়েছেন যারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ০৩:০৪ PM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৮, ০৩:১৮ PM

bdmorning Image Preview


দ্বিতীয় দিনের মতো মনোনয়নপ্রত্যাশীদের চিঠি দেয়ার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে বিএনপি।

আজ মঙ্গলবার ১২টা থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় থেকে এ চিঠি দেয়া শুরু হয়।

দ্বিতীয় দিনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রাপ্তরা হলেনঃ

নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে ব্যারিস্টার কায়সার কামাল, ময়মনসিংহ -১আসনের সৈয়দ এমরান সালেহ প্রিন্স,আবজাল ইসলাম। ব্রাম্মনবাড়িয়া -২ আসনে মনোনয়নের চিঠি পেয়েছেন, শেখ মোহাম্মদ  শামীম মিয়া,ব্রাম্মনবাড়িয়া -৩ তৌহিদুল ইসলাম, ফরিদপুর -৪আসনে শাহরিয়ার ইসলাম শায়লা, কুষ্টিয়া-১ রেজা আহমেদ, কুষ্টিয়া-৪ সৈয়দ মেহেদী আহমেদ রুমী,কুষ্টিয়া -৩ সোহরাব উদ্দিন, জাকির হোসেন সরকার, জামালপুর -৪ মো: ফরিদুল কবীর তালুকদার শামীম,চট্টগ্রাম -১কামাল উদ্দিন, চট্টগ্রাম- ৫ মীর মোহাম্মদ নাসির উদ্দিন, চট্টগ্রাম -৯ সাইফুলসাইফুল, নেত্রাকোনা, ময়মনসিংহ -৩ আহমেদ তায়েবুর রহমান, ময়মনসিংহ -১ সৈয়দ এমরান সালেহ প্রিন্স,  আলী আজগর, আফজাল ইসলাম,ময়মনসিংহ -২ শাহ শহীদ সোরোওয়ার, ময়মনসিংহ -৩ তবিবুর রহমান হীরন, ময়মনসিংহ -১০এ বি এম  সিদ্দিকুর রহমান,বরগুনা -২ এ্যাড.খন্দকার মাহবুব, নেত্রকোনা -৩ রফিকুল ইসলাম হেলালী, টঙ্গাইল -৪ লুৎফর রহমান, কুমিল্লা-৬ হাজী আমিনুর রশীদ ইয়াসিন, সাতক্ষিরা-৪ কাজী আলাউদ্দিন, শেরপুর - ২ এ কে এম মোখলেসুর রহমান রিপন।

জামালপুর-১ রাশিদুজ্জামান মিল্লাত, জামালপুর- ৩ মুস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ ফরিদুল কবির তালুকদার শামীম, জামালপুর-৫ অ্যাড. শাহ ওয়াজেদ মামুন, নেত্রকোনা- ১ ব্যারিস্টার কায়সার কামাল,নেত্রকোনা-২ আশরাফ আলী খান, নেত্রকোনা - ৩ রফিকুল ইসলাম হেলালী, নেত্রকোনা -৫ আবু তাহের তালুকদার ও রাবেয়া খাতুন, শেরপুর ২ একেএম মোখলেসুর রহমান রিপন, কুষ্টিয়া-১ রেজা আহমেদ (বাচৃচু মোল্লা), কুষ্টিয়া ২ ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া -৩ মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন ও জাকির হোসেন সরকার, কুষ্টিয়া-৪ সৈয়দ মেহেদী আহম্মদ রুমী, ময়মনসিংহ-১ আক্তারুজ্জামান বাচ্চু ও আলী আজগর, ময়মনসিংহ -২ ইয়াসির খান চৌধুরী ও অাবুল বশর অাকন্দ, ময়মনসিংহ -৩ আহমেদ তায়েবুর রহমান, ময়মনসিংহ ৯ ইয়াসের খান চৌধুরী, ময়মনসিংহ -১০ মো. আখতারুজ্জামান ও এবিএম সিদ্দিকুর রহমান, ব্রহ্মনবাড়ীয়া-২ শেখ মোহাম্মদ শামীম মিয়া, ব্রহ্মনবাড়ীয়া-৩ তৌহিদুল ইসলাম,  কুমিল্লা - ৪ সাইদা রফিক, কুমিল্লা -৬ হাজী আমিনুর রশীদ ইয়াসিন, কুমিল্লা -৯ অানোয়ারুল অাজিম, কুমিল্লা -১০ মোবাশ্বির অালম ভুইয়া, সাতক্ষীরা-১ হাবিবুর রহমান হাবিব
সাতক্ষীরা-৪ কাজী আলাউদ্দিন ও হাবিবুল ইসলাম হাবীব,  রাজশাহী -৬ রমেশ দত্ত,  চট্টগ্রাম ১ কামাল উদ্দিন আহমেদ, চট্টগ্রাম ৫ নীর মোহাম্মদ নাসির উদ্দিন,  চট্টগ্রাম-৭ শওকত অালী নুর, চট্টগ্রাম -৯ সাইফুল আলম, চট্টগ্রাম-১৩  মুস্তাফিজুর রহমান, নেত্রকোনা -১ ২ অাশরাফ উদ্দিন,  নেত্রকোনা -৩ রফিকুল ইসলাম হেলালী, নেত্রকোণা ৫ রাবেয়া খাতুন ও অাবু তাহের তালুকদার, টাঙ্গাইল-৪ আ. হালিম মিয়া ও লুৎফর রহমান, বরগুনা-২ অ্যাডভোকেট খন্দকার মাহবুব, নারায়নগঞ্জ-১ মুস্তাফিজুর রহমান ভুইয়া, ফরিদপুর-১ শাহ মোঃ অাবু জাকির, ফরিদপুর -২ শাহ মো: অাবু জাফর, ফরিদপুর- ৪ শাহরিয়া ইসলাম শায়লা, রাজবাড়ী -১ অালী মাহমুদ নেওয়াজ খৈয়াম, ঢাকা-২ আমান উল্লাহ আমান, ঢাকা-১৩ অাব্দুস সালাম, মুন্সীগঞ্জ-১ শাহ মোয়াজ্জেম হোসেন, সিলেট-৩ শফি অাহমদ চৌধুরী, লক্ষীপুর-২ হারুনুর রশীদ লক্ষীপুর- ৩ সাহাবুদ্দিন সাবু।

এর আগে সকাল থেকে মনোনয়নের চিঠির জন্য বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের বাইরে ভিড় জমান নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে থাকায় মনোনয়নের চিঠি দিচ্ছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সকাল সাড়ে ১১টার দিকে কার্যালয়ে প্রবেশ করেন। এরপরই মনোনীতদের চিঠি দেয়া শুরু হয়।

Bootstrap Image Preview