Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কিশোরগঞ্জে ধানের শীষের প্রার্থী হলেন যারা

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ০২:৫৯ PM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৮, ০২:৫৯ PM

bdmorning Image Preview


একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের ৬টি সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নের চিঠি দিয়েছে বিএনপি। মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয় থেকে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসন ছাড়া বাকি পাঁচটি আসনের মনোনয়নপ্রাপ্ত নেতাদের হাতে চিঠি হস্তান্তর করা হয়।

বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানায়, একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার ৬টি সংসদীয় আসনের চারটি আসনে একাধিক প্রার্থীকে ধানের শীষের প্রাথমিক মনোনয়নের চিঠি দিয়েছে বিএনপি।

কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ রেজাউল করিম খান চুন্নু। এ আসন থেকে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শরীফুল ইসলাম শরীফকেও প্রার্থী রাখা হয়েছে। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির দু’বারের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। এখানে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুজ্জামান কাকন কেও প্রার্থী রাখা হয়েছে। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হলেন সাবেক আইজিপি, রাষ্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদ।

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. এম ওসমান ফারুক। এখানে জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউসকে বিকল্প প্রার্থী হিসেবে রাখা হয়েছে। এ আসনে আওয়ামী লীগ প্রার্থী ঘোষণা করেনি। এখানে জাতীয় পার্টির প্রার্থী হলেন দলটির প্রেসিডিয়াম সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু।

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। এ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের পুত্র টানা দু’বারের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। এ আসন থেকে প্রয়াত সংসদ সদস্য মুজিবুর রহমান মঞ্জুর ছেলে মাহমুদুর রহমান উজ্জলকেও প্রার্থী রাখা হয়েছে। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী টানা দু’বারের সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন।

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপি সভাপতি মো. শরীফুল আলম। এই আসনে  প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের পুত্র টানা দু’বারের সংসদ সদস্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

Bootstrap Image Preview