Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ওরা জঙ্গি নয় ছাত্র: দাবি পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ০২:৫৩ PM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৮, ০২:৫৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


দুই পাকিস্তানির ছবি প্রকাশ করে ভারতের দিল্লি পুলিশের পক্ষ থেকে বলা হয় ছবির দুইজন পাকিস্তানি জঙ্গি। রাজ্যজুড়ে সতর্কতা জারি করেছে ভারতের পুলিশ।

তবে ভারতের পুলিশের এমন দাবিকে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। পাকিস্তানের তরফ থেকে বলা হয়, দিল্লি পুলিশ জঙ্গি দাবি করে যে দুই জনের খবর প্রকাশ করেছে তারা জঙ্গি নয়। পাকিস্তানের দাবি তারা ছাত্র।

পাকিস্তান আরো জানায়, ওই দুই ছাত্র পাকিস্তানেই এখন আছে এবং কখনোই ভারতে যায়নি। ভারত যে ছবি প্রকাশ করেছে সেটি ওই ছাত্রদেয় লাহোরে ইজতেমা চলার সময় তোলা ছবি।

রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান থেকে বলা হয়েছে, ছবিতে যাদের দেখা গেছে তাদের একজন তৈয়ব এবং নাদিম৷

রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং এবং পুলিশের ঘোষণার পর পাক মিডিয়া জানায়, তারা ফয়জলাবাদের ছাত্র৷ এরপর গতকাল সোমবার ওই দুই ছাত্র সেখানে প্রেস কনফারেন্সও করে৷ আরো জানায়, সন্ত্রাসবাদের সঙ্গে তাদের কোনও যোগ নেই, তারা ছাত্র৷ এবং কখনও ভারতে যায়নি তারা৷

Bootstrap Image Preview