Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আ.লীগে মনোনয়ন পেয়েছেন ১৬ নারী, বাদ পড়েছে অধিকাংশ অভিনেতা-অভিনেত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ০২:৫২ PM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৮, ০২:৫২ PM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার আওয়ামী লীগের মনোনয়ন নিয়েছিলেন ৩৪৬ জন। তাদের মধ্যে মনোনয়ন চিঠি পেয়েছেন ১৬ জন নারী। আওয়ামী লীগের মনোনয়ন তালিকা থেকে ঝড়ে পড়ছেন অধিকাংশ অভিনেতা-অভিনেত্রী। মনোনয়ন ফরম কিনেও চুড়ান্ত তালিকা থেকে তারা বাদ পড়েছেন। তবে তারকা প্রার্থী হচ্ছেন মাশরাফীসহ ৬ জন। ফরম তুলেছিলেন শমী কায়সার, রোকেয়া প্রাচীসহ ১০ তারকা।

এরই মধ্যে ৩০০ টির মধ্যে ২৩০ আসনে প্রার্থী ঠিক করেছে আওয়ামী লীগ। চার হাজার ২৩ জনের মধ্য থেকে বেছে নেয়া হয়েছে তাদের। তবে চুড়ান্ত বাছাইতে শেষ পর্যন্ত পুরাতনদের মধ্যে সাবেক এমপি সংগীত শিল্পি মমতাজ ও অভিনেতা আসাদুজ্জামান নূর এবং নতুনের মধ্যে ও চিত্র নায়ক ফারুক ছাড়া আর কেউ মনোনয়ন পাননি।

গোপালগঞ্জ-২ ও রংপুর-৬ আসনে প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেরপুর-২ আসনে মতিয়া চৌধুরী, ঢাকা-১৮ আসনে সাহারা খাতুন, চাঁদপুর-৩ আসনে ডা. দীপু মনি, গাইবান্ধা-২ আসনে মাহাবুব আরা বেগম গিনি, গাজীপুর-৪ আসনে সিমিন হোসেন রিমি, যশোর-৬ আসনে ইসমাত আরা সাদেক, খুলনা-৩ আসনে মুন্নুজান সুফিয়ান, গাজীপুর-৫ আসনে মেহের আফরোজ চুমকি, মুন্সিগঞ্জ-২ আসনে সাগুফতা ইয়াসমিন এমিলি, সুনামগঞ্জ-২ আসনে জয়া সেনগুপ্তা, কক্সবাজার-৪ আসনে শাহীন আকতার চৌধুরী ও কুমিল্লা-২ আসনে সেলিমা আহমেদ।

এবার নৌকা প্রতীকের মহাতারকা ওয়ানডে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্তজা নড়াইল-২ আসনের প্রার্থী। ঢাকা-১৭ আসনের প্রার্থী চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক, নীলফামারী-২ আসনে আসাদুজ্জামান নূর, মানিকগঞ্জ-২ আসনে কণ্ঠশিল্পী মমতাজ বেগম, মানিকগঞ্জ-১ আসনে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়, খুলনা-৪ আসনে সাবেক ফুটবল তারকা সালাম মুর্শেদী। মন্ত্রিত্ব চালিয়েও মনোনয়ন পাননি অভিনেত্রী তারানা হালিম।

Bootstrap Image Preview