Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নোয়াখালীতে আ'লীগ ও বিএনপির মনোনয়ন পেলেন যারা

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ১২:৪৩ PM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৮, ১২:৪৪ PM

bdmorning Image Preview


আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়া শুরু করেছে দলীয় হাই কমান্ড থেকে। ইতিমধ্যে নোয়াখালীর ৬টি আসনে দু’টি দলই তাদের হেভিওয়েট প্রার্থীতা চূড়ান্ত করেছে। 

এর মধ্যে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের আওয়ামী লীগের মনোনয়ন পেলেন বর্তমান সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম, ও বিএনপি থেকে মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আংশিক আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলেন বর্তমান সংসদ সদস্য মোরশেদ আলম ও বিএনপি থেকে মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য ও খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক।

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন বর্তমান সংসদ সদস্য ও গ্লোব গ্রুপের চেয়ারম্যান মামুনুর রশিদ কিরন, বিএনপি থেকে মনোনয়ন পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বরকত উল্যা বুলু।

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী ও বিএনপি থেকে মনোনয়ন পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য শাহজাহান।

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট-সদর আংশিক) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপি থেকে মনোনয়ন পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক এমপি ব্যারিস্টার মওদুদ আহমেদ।

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন বর্তমান সংসদ সদস্য আয়েশা ফেরদাউস ও বিএনপি থেকে মনোনয়ন পেলেন সাবেক এমপি প্রকৌশলী ফজলুল আজিম।

মনোনয়নের চিঠি পাওয়ার খবরে দু’দলের দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের আমেজ বয়েছে।

Bootstrap Image Preview