Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেরোবি ডিবেট ফোরামের নতুন কমিটি গঠন

আদিব হোসাইন, বেরোবি প্রতিনিধি:
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ১১:৩৮ AM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৮, ১১:৩৮ AM

bdmorning Image Preview


বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বিতার্কিকদের সংগঠন বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট ফোরামের (বি আর ইউ ডি এফ) নতুন কমিটি গঠন করা হয়েছে।

গতকাল সোমবার ক্যাম্পাসে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে বিদায়ী সভাপতি আল আমীন এ কমিটির অনুমোদন দেন। বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এইচ এম আব্দুল কাদেরকে সভাপতি ও লোক প্রশাসন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম পিয়াসকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়। 

নব গঠিত কমিটির অন্য সদস্যবৃন্দ হলেন, সহ সভাপতি মাসুদুর রহমান ও অমিত হাসান শুভ, যুগ্ম-সাধারণ সম্পাদক মেসবাহুল হোসাইন মেসবাহ, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস তমা ও রেদওয়ানুর রিফাত প্রান্ত, প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজান, সহ-প্রচার সম্পাদক রেজা মিয়া, সাংস্কৃতিক সম্পাদক কামাল হোসেন, সহ-সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান সাবরিনা খানম প্রীতি, নারী বিষয়ক সম্পাদক সামিয়া আজাদ শারমিন, সহ-নারী বিষয়ক সম্পাদক এশা শারমিন হক, দপ্তর সম্পাদক অপূর্ব রায় অপু, সহ-দপ্তর সম্পাদক নাজমুল মুন্সী ও ইসরাত জাহান স্বর্ণা, অর্থ সম্পাদক প্রকাশ রায়, তথ্য প্রযুক্তি সম্পাদক মনোয়ারুল ইসলাম রাব্বি, সহ-তথ্য প্রযুক্তি সম্পাদক রোকনুজ্জামান ও জিনারুল ইসলাম জিন্নাত, প্রেস ও মিডিয়া সম্পাদক ইভান চৌধুরী, মানব কল্যাণ সম্পাদক সাজেদুল ইসলাম, সহ-মানব কল্যাণ সম্পাদক মোস্তফা কামাল ও তাহেরুল ইসলাম মাসুদ, কার্যকরী সদস্য রওশন হাবিব রুবেল নুর আলম মানিক, রেজাউল ইসলাম ও সোহানুজ্জামান।


 

Bootstrap Image Preview