Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মওদুদের নির্বাচনী শোডাউন

নুর উদ্দিন মুরাদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ১০:৫২ PM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ১১:০৬ PM

bdmorning Image Preview


নোয়াখালীর-৫ আসনে বিএনপির মনোনীত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ তার নির্বাচনী এলাকায় শোডাউন করেছেন।

আজ সোমবার(২৬ নভেম্বর) ১২ টায় শোডাউন টি পুরাতন বাসস্টেন্ড থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় মওদুদ সংবাদিকদের বলেন, শুধু বিরোধী দলকে নয়, সর্বস্তরের মানুষের উপর চালানো হয়েছে নির্মম অত্যাচার এবং নির্যাতন। এখানে আমার হাজার হাজার কর্মী, এমন কেউ নেই যার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয় নাই, যার বিরুদ্ধে পুলিশী পরোয়ানা জারি হয় নাই, যাদের বাড়িতে পুলিশ হানা দেয় নাই। এটা শুধু মাত্র সরকারের মদদ করার জন্য। এক সময় এ নির্বাচনী এলাকা অত্যন্ত সুনামের এলাকা ছিল। এখানে রাজনৈতিক চর্চা এবং সংস্কৃতির একটা মাত্রা ছিল। গত ৫বছরে সেটা চূর্ণ-বিচূর্ণ করে দেওয়া হয়েছে। আজ যে স্বতঃস্ফূর্ততা দেখলাম, সকল স্তরের মানুষের মধ্যে, তাতে আমার বদ্ধমূল ধারণা হয়েছে, আগামী নির্বাচনে এই এলাকাবাসী, তাদের উপর যে অত্যাচর নির্যাতন, তাদের সন্তানদের উপর, বিষয়-সম্পত্তির উপর, তাদের চাকুরীর উপর, তার প্রতিউত্তর দেবে। ধানের শীষের জোয়ারে ইঙ্গিত আজকে পাওয়া গেছে। এবং এই জোয়ারকে অব্যাহত রাখতে হবে ধানের শীষের প্রতি, বেগম খালেদা জিয়ার প্রতি।

এ সময় তিনি আরো বলেন, আমাদের যে দাবি সে দাবী এখন পূরণ হতে যাচ্ছে তা হল এই গণতন্ত্রের মুক্তি, বেগম জিয়ার মুক্তি। আমার ভোট আমি দেব লড়াই করে ভোট দেব। কারো সাধ্য নেই ভোটারদের ভোট কেন্দ্রে আসা থেকে বিরত রাখে। কারণ এবার দেশের নারী পুরুষ অবলীলাক্রমে তাদের ভোটের অধিকার প্রয়োগ করবে। যতই কলাকৌশল করা হোক না কেন যতই ষড়যন্ত্র করা হোক না কেন,যত রকমের ফন্দি ফিকির করা হোক না কেন মানুষের ধানের শীষের দূর্বার জোয়ার ঠেকানোর শক্তি সরকারের নেই। আগামী ৩০ ডিসেম্বর মানুষ এর জবাব দেবে। এ দেশে একটি ভোটের বিল্পব ঘটবে। আমার ভাইয়েরা বোনেরা গত দশ বছরে এই সরকারের অপশাসন কু-শাসন দূর্বিচার অবিচার আইনের শাসনের পরির্বতে দলীয় শাসন,বিচার বিভাগের স্বাধীনতা হরণ মানুষের ভোটের অধিকার হরণ করেছে। নির্বাচনের পরে আমরা দেশের সভ্যতা পিরিয়ে আনবো, গণতন্ত্র ফিরিয়ে আনবো। এবং একটি সত্যিকার অর্থে যে রাজনৈতিক গণতান্ত্রিক চর্চা সেটা আমরা প্রতিস্থাপন করবো।

এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী আবদুল হাই সেলিম, পৌর বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহদাত হোসেন, পৌর যুবদলের সভাপভাপতি শওকত হোসেন সগির প্রমূখ।

Bootstrap Image Preview