Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আ’লীগের মনোনয়ন না পেয়ে পদত্যাগপত্র প্রত্যাহার করলেন চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ১০:০৪ PM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ১০:০৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে পদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়েছেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু।

উপজেলা পরিষদ সূত্র জানায়, ইউনুস ইসলাম তালুকদার টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের দিন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়ে দেন যে কোনো উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়রদের সংসদ নির্বাচনে মনোনয়ন দেয়া হবে না। তাই মনোনয়ন পেতে বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগপত্র জমা দেন। তিনি পদত্যাগের বিষয়টি দলীয় উচ্চ পর্যায়ে অবহিত করেন।

রবিবার (২৫ নভেম্বর) টাঙ্গাইল-২ আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়নের চিঠি দেয়া হয় জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসানকে। দলীয় মনোনয়ন না পেয়ে ওই দিনই ইউনুস ইসলাম উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগের পত্রটি প্রত্যাহার করে নেন। তিনি সোমবার পদত্যাগপত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Bootstrap Image Preview