Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘নির্বাচনের পরিবেশ সুষ্ঠু নেই’ বিদেশিদের জানালেন বি. চৌধুরী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ০৯:৩২ PM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ০৯:৩২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী জানিয়েছেন,একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সুষ্ঠু নেই বলে বিদেশিদের জানিয়েছেন যুক্তফ্রন্ট ও বিকল্পধারার চেয়ারম্যান ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

সোমবার নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের নিয়ে বিকল্পধারা কি ভাবছে, সেটি জানতে ৬টি দেশের রাষ্ট্রদূতের একটি প্রতিনিধিদল বি. চৌধুরীর সঙ্গে দেখা করতে আসেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের মিশন প্রধান জন রাইফেল।

বারিধারায় বি. চৌধুরীর বাসভবন মায়া-বি’তে চীনের সঙ্গে প্রথম বৈঠক হয়। এরপর পর্যায়ক্রমে অস্ট্রেলিয়া, ফ্রান্স, কানাডা, সুইডেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠক হয়।

ব্রিফিংয়ে সংসদীয় কাঠামোর পরিবর্তন কেমন হতে পারে বিকল্পধারার নির্বাচনী ইশতেহারে সেদিক তুলে ধরার কথা জানান শমসের মবিন।

বৈঠক শেষে সাংবাদিকদের শমসের মবিন চৌধুরী বলেন, ‘বৈঠকে বি. চৌধুরী উল্লেখ করেন, বিদেশি ও দেশীয় পর্যবেক্ষকদের স্বাধীনভাবে কাজ করার বিষয়ে তারা একমত। তিনি দু’তিন দিনের জন্য নয়, দীর্ঘ কয়েকদিনের জন্য পর্যবেক্ষকদের মাঠে অবস্থান নেয়ার কথা বলেন।’

তিনি বলেন, ‘রাষ্ট্রদূতদের বলা হয়েছে, বর্তমানে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। এ অবস্থা অব্যাহত থাকলে তা অবাধ, নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে প্রধান অন্তরায় হবে।’

তিনি আরও বলেন, ‘বৈঠকে যুক্তরাষ্ট্রের মিশন প্রধান জন রাইফেল জানান, বাংলাদেশে যুক্তরাষ্ট্র ২০ হাজার পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দিচ্ছে। আগামী নির্বাচনে তাদের পাশাপাশি আরআইআর, এনডিআইসহ বেশ কিছু আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা প্রতিনিধি পাঠাবে।’

শমসের মবিন বলেন, ‘তার বক্তব্যের জবাবে বি. চৌধুরী বলেছেন— আগামী নির্বাচনের পর রাজনৈতিক আচরণে পরিবর্তন আনার কাজ হবে। তখন বিদেশিদের আর দরকার হবে না।’

Bootstrap Image Preview