Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাঁদলেন নানক, কাঁদালেন সাদেক খানসহ নেতাকর্মীদের

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ০৯:২৪ PM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ০৯:৪২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে নিজের নির্বাচিত আসন ছেড়ে দেয়ার আবেগে কেঁদেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

এক কর্মী সভায় বক্তব্য দিতে গিয়ে কান্না করেন তিনি। এসময় দল থেকে মনোনীত প্রার্থী সাদেক খানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও কান্না করেন।

কর্মী সভায় নানক বলেন, নৌকার বিজয় নিশ্চিতে মাঠে থাকতে হবে। তিনি প্রতিশ্রুতি দেন মাঠে থাকার। একই সঙ্গে মৃত্যুর আগ পর্যন্ত মোহাম্মদপুর-আদাবরের মানুষের পাশে থাকবেন বলে ঘোষণা দেন।

উল্লেখ্য, পরপর দুই বার ঢাকা-১৩ থেকে আওয়ামী লীগের টিকেটে সংসদ সদস্য হলেও একাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

মোহাম্মদপুর-আদাবর ও শেরেবাংলা নগর থানার একাংশ নিয়ে গঠিত এই সংসদীয় আসনে নানকের জায়গায় নৌকা প্রতীকে দলের টিকেট পেয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান।

২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে এই আসন থেকে নৌকা প্রতীকে জয়ী হোন যুবলীগের সাবেক চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। ঠাঁই হয় মন্ত্রিসভায়, দায়িত্ব পান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান মোহাম্মদপুর এলাকার কাউন্সিলর ছিলেন দীর্ঘদিন।

একাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে নানকের বাদ পড়া নিয়ে খবর প্রকাশ হওয়ার পর থেকে দলীয় কার্যক্রমে তাকে দেখা যাচ্ছে না। এর আগে নির্বাচনের তফসিল ঘোষণার পর দলীয় বিভিন্ন সংবাদ সম্মেলনে তার নিয়মিত উপস্থিতি ছিল।

Bootstrap Image Preview