Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইরানে ভূমিকম্প, আহত ৬৩৪

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ০৯:০৮ PM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ০৯:০৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইরানে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ৬৩৪ জন আহত হয়েছে।

স্থানীয় সময় গতকাল রবিবার রাতে ৬ দশমিক ৩ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। ঘটনাস্থলটি ইরাক সীমান্তের কাছাকাছি বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদসংস্থা ফার্স নিউজ এজেন্সি।

মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩ এবং পরবর্তীতে বেশ কয়েকবার ভূকম্পণ অনুভূত হয়েছে যেগুলোর সর্বোচ্চ মাত্রা ছিল ৫ দশমিক ২।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ভূমিকম্পে সারপোল ই জাহাব ও গিলান ই গার্ব শহরে ভেঙে পড়েছে শতাধিক ঘরবাড়ি ও স্থাপনা। সেখানে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ছয়টি উদ্ধারকারী দল কাজ করছে। ধারণা করা হচ্ছে, অনেকে ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছেন।

আক্রান্তরা রোববার সারা রাত প্রচণ্ড ঠাণ্ডা উপেক্ষা করে রাস্তা ও পার্কে অবস্থান করেন। কেরমানশাহ প্রদেশের ডেপুটি গভর্নর জেনারেল বলেছেন, হাসপাতালে শত শত মানুষের চিকিৎসা চলছে।

Bootstrap Image Preview