Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইরানের নৌবহরে যুক্ত হচ্ছে আরও ৩ ডেস্ট্রয়ার

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ০৮:৩২ PM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ০৮:৩২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সাহান্দ, দামাভান্দ ও ডেনা নামে আরও তিনটি ডেস্ট্রয়ার খুব শিগগিরই ইরানের নৌবহরে যুক্ত হবে বলে জানিয়েছেন দেশটির নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানযাদি।

ইরানের শত্রুদের সতর্ক করে দিয়ে খানযাদি বলেছেন, ইরানের সামরিক বাহিনী এখন অস্ত্রসহ সব সামরিক সরঞ্জাম নির্মাণে স্বনির্ভরতা অর্জন করেছে। ইরানের নৌবাহিনী এখন ভারত মহাসাগর, এডেন উপসাগর, বাবেল মান্দেব প্রণালী, দক্ষিণ চীন সাগর ও জিব্রালটার প্রণালীতে তৎপর রয়েছে এবং সেখানে ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাঙ্কারের নিরাপত্তা নিশ্চিত করছে।

চলতি সপ্তাহে দেশটির নৌবাহিনী দিবস উপলক্ষে সাহান্দ ডেস্ট্রয়ারটি যুক্ত করা হবে। এটি মাইন-প্রতিরোধী হেলিকপ্টার বহনে সক্ষম। আগামী চার মাসেরও কম সময়ের মধ্যে এসব ডেস্ট্রয়ার সাগরে নামানো হবে।ডেস্ট্রয়ারের দু’টি ‘দক্ষিণের নৌবহর’ এবং অপরটি ‘উত্তরের নৌবহরে’ যুক্ত হবে।

Bootstrap Image Preview