Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উপকূলীয় এলাকায় জনগোষ্ঠির উদ্যোগে দুর্যোগ ঝুঁকি হ্রাস শীর্ষক কর্মশালা

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ০৬:৪৪ PM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ০৬:৪৪ PM

bdmorning Image Preview


পটুয়াখালীর কলাপাড়ায় সিআইডিআরআর-কোষ্টাল প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় কর্মশালার আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে বাংলাদেশের উপকূলীয় এলাকায় জনগোষ্ঠীর উদ্যোগে দুর্যোগ ঝুঁকি হ্রাস (সিআইডিআরআর-কোষ্টাল) প্রকল্পের আওতায় লতাচাপলী ইউনিয়ন পরিষদ হল রুমে এ কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ বাংলাদেশ।  

ফ্রেন্ডশিপ সিআইডিআরআর (উত্তর ও দক্ষিন) প্রকল্পের প্রকল্প ইনচার্জ তৌহিদুর রহমানের সঞ্চালনায় কর্মশালার উদ্বোধন করেন, লতাচাপলী ইউনিয়নের চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা।

এসময় প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী জিহাদ হোসেন। তিনি বলেন, ফ্রেন্ডশিপ সংস্থার বিভিন্ন প্রকল্প কার্যক্রমে অংশগ্রহণ করেছি। সরকারি প্রতিষ্ঠানের সহযোগী হিসেবে কলাপাড়া উপজেলায় ফ্রেন্ডশিপ শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ ঝুঁকি হ্রাসের পাশপাশি আয়বর্ধনমূলক কর্মকান্ডে দীর্ঘদিন ধরে সুনামের সাথে কাজ করছে।

বক্তব্য রাখেন সিপিপির ইউনিয়ন টিম লিডার শফিকুল আলম। আঞ্চলিক সমন্বয়কারী কেএম সাইদুর রহমান ফ্রেন্ডশিপের পরিচিতি তুলে ধরেন। প্রকল্পের প্রকল্প ইনচার্জ মাসুদ রানা প্রকল্প সহায়ক আকতারুজ্জামানের সহায়তায় স্লাইডের মাধ্যমে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং বাস্তবায়িত কাজগুলি ছবির মাধ্যমে তুলে ধরেন। 

পরে মুক্ত আলোচনায় ফ্রেন্ডশিপের ৫টি কর্ম এলাকার দুর্যোগ ঝুঁকি হ্রাস পরিকল্পনা একত্রিত করে কর্মশালায় তুলে ধরা হয়। প্রকল্পের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

ইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা বলেন, পরিকল্পনার কিছু কাজ ইতিমধ্যে বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বাকি কাজগুলোও আগামী বছর পরিকল্পনায় অবশ্যই নিয়ে আসা হবে। 

 

Bootstrap Image Preview