Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আ’ লীগের সঙ্গে থেকেই ২০০ আসনে প্রার্থী দেবে জাপা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ০৬:৩৩ PM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ০৬:৩৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে থাকলেও ২০০ আসনে দলীয় প্রার্থীদের মনোনয়ন দেয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি।

সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।

জাতীয় পার্টির বনানী কার্যালয়ে জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘২০০ আসনে মনোনয়নপত্র দাখিল করবে জাপা। তবে মনোনয়নপত্র বাছাইয়ের পর আওয়ামী লীগের সঙ্গে মহাজোটগতভাবে প্রার্থী চূড়ান্ত করা হবে।’

জাপা মহাসচিব বলেন, ‘বেশক’টি আসনে উন্মুক্ত লড়াই হওয়ার আশায় আমরা এত আসনে প্রার্থী দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ এস এম ফয়সল চিশতি সাংবাদিকদের বলেন, ‘ইতোমধ্যে ঢাকা-১৭ ও রংপুর -৩ আসনের জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মনোনয়নপত্র দেয়া হয়েছে। এ ছাড়া ঢাকা-১৩ আসনে শফিকুল ইসলাম সেন্টু ছাড়াও কয়েকজনকে মনোনয়ন দিয়েছেন পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।’

এর আগে গতকাল রবিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন জাতীয় পার্টির শীর্ষ নেতারা। এ সময় জাতীয় পার্টিকে ৪০টি আসন দেয়ার কথা জানানো হয়।

Bootstrap Image Preview