Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'আগামী কয়েক সপ্তাহে বাংলাদেশ ইতিহাসের গতি-প্রকৃতি নির্ধারণ করবে'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ০৫:১৮ PM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ০৫:১৯ PM

bdmorning Image Preview


নিজস্ব প্রতিবেদক 

সদ্য গণফোরামে যোগ দেওয়া সাবেক অর্থমন্ত্রী শাহ এস এম কিবরিয়ার পুত্র ড. রেজা কিবরিয়া বলেছেন, আগামী কয়েক সপ্তাহের ঘটনাবলী আমাদের পরবর্তী ইতিহাসের গতি-প্রকৃতি নির্ধারণ করে দেবে।

সোমবার (২৬ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে গণফোরাম আয়োজিত 'গণফোরাম-লিড পাবলিক ইনশিয়েটিড' অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন তিনি।

রেজা কিবরিয়া বলেন, 'বাংলাদেশ আজ এক যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে।আগামী কয়েক সপ্তাহের ঘটনাবলী আমাদের পরবর্তী ইতিহাসের গতি-প্রকৃতি নির্ধারণ করে দেবে।

হুমকি, ভয়ভীতি উপেক্ষা করে এবং ক্ষমতা ও অর্থের লোভ তুচ্ছ করে সাহসী উদ্যামী মানুষদেরকে এখনই সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে হবে বলে তিনি আরো বলেন, সামনের দিনগুলোতে আমরা নিশ্চিত এক লড়াইয়ের মুখোমুখী।কিছু মানুষ সংকীর্ণ ব্যক্তিগত লাভ-ক্ষতির কথা চিন্তা করলেও বেশির ভাগ মানুষ ঠিকই উপলদ্ধি করেছেন লড়াইটা আদর্শের।

তিনি আরও বলেন, যে সব মহান নীতি ও আদর্শকে ভিত্তি করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল আমাদের বর্তমান সংগ্রাম সেসব নীতি আদর্শকে  পুনর্বহাল করতে আমাদের এই সংগ্রামে নতুন প্রজন্মকেও একটি শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।

সংবাদ সম্মেলনে গনফোরামের সভাপতি জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড.কামাল হোসেন, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কেন্দ্রীয় নেতা জগলুল হায়দার আফ্রিক প্রমুখ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview