Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দলীয় কার্যালয়ে জাপার মনোনয়নপ্রত্যাশীরা

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ০৪:৩৯ PM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ০৪:৩৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আসন্ন একাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন ফরম নিতে দলের প্রধান হুসেইন মুহম্মদ এরশাদের বনানী কার্যালয়ে ভিড় করেছেন দলের নেতারা।

সোমবার বিকালে জাতীয় পার্টির পক্ষ থেকে ঘোষণা করা হবে, দলটি কোন আসনে কাকে মনোনয়ন দিচ্ছে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সাথে নির্বাচনে অংশ নিতে যাওয়া জাতীয় পার্টি শরিক হিসেবে কতটি আসন পাচ্ছে, তা জানা যায়নি। তবে দলটি মহাজোটের আসনসহ মোট ১৫০টি আসনে প্রার্থী দিতে পারে বলে জানা গেছে।

২৮৬৫টি মনোনয়নপত্র বিক্রির পর সেখান থেকে ৭৮০ জনকে মনোনয়নের জন্য বাছাই করা হয় দ্বিতীয় ধাপে। তারপর সেখান থেকে ৩০০ প্রার্থীকে বাছাই করা হয় চূড়ান্ত মনোনয়নের জন্য।

প্রার্থী নির্বাচনে ১৫ সদস্যবিশিষ্ট একটি পার্লামেন্টারি বোর্ড গঠন করা হলেও তাতে সদস্যদের ভূমিকা ছিল নগন্য। চূড়ান্ত মনোনয়ন দিতে এরশাদ নিজেই সিদ্ধান্ত নেবেন বলে ঘোষণা দিয়েছিলেন।

তবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কথা বলা হলেও দল সেই সিদ্ধান্ত থেকে সরে আসায় মনোনয়নপ্রত্যাশী অনেকেই হতাশ হয়ে পড়েছেন।

 হুসেইন মুহম্মদ এরশাদ যে তিনটি আসন থেকে নির্বাচন করতে আগ্রহী, তার দুটি ঢাকা-১৭ এবং সাতক্ষীরা-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী মনোনয়ন দিয়েছে।

নারায়ণগঞ্জ-১ আসন থেকে এরশাদের জন্য মনোনয়ন চাওয়া হলেও সেখানে গোলাম দস্তগীর গাজীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

আসনটি নিয়ে দেন-দরবার করা হতে পারে বলে আভাস দিয়েছেন দলটির বেশকজন প্রেসিডিয়াম সদস্য।

দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের পটুয়াখালী-১ আসনটিতেও আওয়ামী লীগ প্রার্থী দিয়েছে। আসনটি যেন উন্মুক্ত রাখা হয় তার জন্য জাপা চেষ্টা করবে।

এছাড়াও ঢাকা-১ আসনে জাপার প্রেসিডিয়াম সদস্য সালমা ইসলামের আসনে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে।

চট্টগ্রাম-৯ আসনে গতবারের সাংসদ ও জাপার প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দীন আহমেদ বাবলুর আসনে মনোনয়ন দেওয়া হয়েছে আওয়ামী লীগের মহিবুল হাসান চৌধুরী নওফেলকে।

মহাজোট প্রার্থী দেওয়ার পর এসব আসন থেকে জাপা মনোনয়ন দেবে কিনা- তার জবাব মেলেনি নেতাদের কাছে।

Bootstrap Image Preview