Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রধানমন্ত্রীর ৪২ লাখ টাকা পেলেন আমজাদ হোসেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ০২:২৩ PM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ০২:২৩ PM

bdmorning Image Preview


কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের চিকিৎসার খরচ বাবদ ৪২ লাখ টাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১৮ নভেম্বর সকালে ব্রেন স্ট্রোক হয় তার বর্তমানে রাজধানীর ইমপালস হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন। এবার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়া হচ্ছে তাকে।

রবিার(২৫ নভেম্বর) সন্ধ্যায়প্রধানমন্ত্রী নিজে আমজাদ হোসেনের পুত্র সোহেল আরমানকে ডেকে তার হাতে ৪২ লাখ টাকার চেক তুলে দেন। এসময় সোহেল আরমানেরর সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক ও নির্মাতা এস এ হক অলিক।

হাসপাতালে ভর্তির তিনদিনের মাথায় আমজাদ হোসেনের চিকিৎসার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বিষয়ে সোহেল আরমান  বলেন,‘বাবার অসুস্থতার খবর জানতে পেরেই প্রধানমন্ত্রী আমাকে ডেকে ছিলেন। বলেছিলেন বাবার চিকিৎসা সব দায়িত্ব নেবেন। তিনি কথা রেখেছেন। উন্নত চিকিৎসার জন্য বাবাকে ব্যাংককে নেয়া হবে। সেজন্য প্রধানমন্ত্রী এয়ার অ্যাম্বুলেন্স ও চিকিৎসার খরচ বাবদ মোট ৪২ লাখ টাকা প্রদান করেছেন। এরজন্য তাঁর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

 

 

Bootstrap Image Preview