Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঐক্যফ্রন্টে যোগ দিচ্ছেন আ’লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী সাইয়িদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ০২:০৪ PM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ০২:০৪ PM

bdmorning Image Preview


জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল গণফোরামে যোগ দিচ্ছেন আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ।গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করে তার দলে যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন গণফোরামের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক।

তিনি জানান, আজ সোমবার দুপুরে গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুর সঙ্গে দেখা করে গণফোরামের সদস্য ফরম সংগ্রহ করেছেন। সেই ফরম পূরণ করে জমাও দিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে আবু সাইয়িদ গণফোরাম পরিবারের সদস্য হয়ে গেলেন বলে দাবি পথিকের।

এসব বিষয়ে নিয়ে গণফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জগলুল আফ্রিদ গণমাধ্যমকে বলেন, অধ্যাপক আবু সাইয়িদ ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করেছেন। খুব শিগগির তিনি গণফোরামে যোগ দেবেন।

এর আগে আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া গণফোরামে যোগ দেন। তিনি জাতীয় ঐক্যফ্রন্ট থেকে হবিগঞ্জ-২ আসনে নির্বাচন করতে চান।

গত সোমবার গণফোরামে যোগ দিয়েছেন সেনা ও বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ১০ কর্মকর্তা।

তারা হলেন-সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল খন্দকার ফরিদুল আকবর, শেখ আকরাম আলী, মোহাম্মদ শহিদুল্লাহ, এএফএম নুরুদ্দীন, অবসরপ্রাপ্ত মেজর মাসুদুল হাসান, মো. এমরান, মো. বদরুল আলম সিদ্দিকী।

বিমানবাহিনীর কর্মকর্তারা হলেন- অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার ফোরকান আলম খান, মো. হাবিব উল্লাহ ও মো. মাহমুদ।

Bootstrap Image Preview