Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাবেক গণপরিষদ সদস্যের মৃত্যুতে গোলাপগঞ্জে বিভিন্ন মহলের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ১০:০৩ PM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৮, ১০:০৩ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


সাবেক গণপরিষদ সদস্য ও প্রথম জাতীয় সংসদের সদস্য, প্রবীণ শ্রমিক নেতা আলতাফুর রহমান চৌধুরীর ইন্তেকালে গোলাপগঞ্জের বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

তিনি গত বুধবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি হাসপাতালে বার্ধক্য জনিত রোগে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি রাজিউন)। শুক্রবারে বাদ জুমমা ফ্লোরিডার আলবীর মসজিদে জানাজা শেষে বিকেলে এমসিসিএফ মুসলিম গুরুস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। এসময় তিনি স্ত্রী, ৩ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

আলতাফুর রহমান চৌধুরী একজন বিশিষ্ট শ্রমিক নেতা ছিলেন। তিনি দীর্ঘদিন আওয়ামীলীগ ও শ্রমিকলীগের কেন্দ্রীয় নেতার দায়িত্ব পালন করেন।

১৯৭০ সালের নির্বাচনে শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসন থেকে তিনি তৎকালীন পূর্বপাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। মহান মুক্তিযুদ্ধে তিনি ছিলেন একজন অন্যতম সংগঠক। মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে তিনি গণপরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৩ সালে অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে তিনি শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

এদিকে গোলাপগঞ্জের কৃতি সন্তান প্রাক্তন গণপরিষদ ও জাতীয় সংসদের সদস্য আলতাফুর রহমান চৌধুরীর মৃত্যুতে গোলাপগঞ্জ উপজেলা  আওয়ামীলীগ সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক রফিক আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Bootstrap Image Preview