Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যেসব আসনে দুই জনকে চিঠি দিয়েছে আ.লীগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ০৯:৩২ PM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৮, ০৯:৩২ PM

bdmorning Image Preview


আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। দল-জোটগুলো তাদের প্রার্থী ঠিক করছে। ইতোমধ্যেই আওয়ামী লীগ ২৩০ আসনে প্রার্থী ঠিক করেছে। মনোনীতদের চিঠি দিচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

এবারের নির্বাচনে জাহাঙ্গীর কবির নানক, এমপি বদিসহ বাদ পড়েছেন নৌকার কিছু হেভিওয়েট প্রার্থী। তবে তিনটি আসনে চিঠি দেওয়া হয়েছে দু'জন করে।

আজ রবিবার সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চিঠি দেয়া হচ্ছে।

ভোটের জন্য যেসব আসনগুলোতে দু'জনকে চিঠি দেওয়া হয়েছে-

হবিগঞ্জ-৪ঃ এখানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিনের সঙ্গে চিঠি দেয়া হয়েছে মো. মাহবুব আলীকে।

লক্ষীপুর-৩ঃ এই আসনেও দুই জনকে মনোনীত করা হয়েছে। তারা হলেন, মো. গোলাম ফারুক ও একেএম শাহজাহান কামাল।

কিশোরগঞ্জ-১ঃ ক্ষমতাসীন দল আওয়ামী লিগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম ছাড়াও কিশোরগঞ্জ-১ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন সাবেক ছাত্রনেতা মশিউর রহমান হুমায়ূন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, যেসব আসনে দুই জনকে চিঠি দেয়া হয়েছে সেগুলোতে পরে এক জনকে বাছাই করা হবে বলে জানিয়েছেন।

Bootstrap Image Preview