Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিলেট-২ আসনে নৌকার দাবীতে সড়ক অবরোধ

পাভেল সামাদ, বিশ্বনাথ প্রতিনিধি
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ০৮:৩৭ PM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৮, ০৮:৩৭ PM

bdmorning Image Preview
ছবি: বিডিমর্নিং


সিলেট-২ আসনে দলীয় প্রার্থী ও নৌকা প্রতীক দেয়ার দাবীতে সিলেট-ঢাকা মহাসড়কের রশীদপুর পয়েন্টে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর অনুসারীরা।

রবিবার সন্ধ্যা ৬টার দিকে তারা এই অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

অবরোধের ফলে মহাসড়কে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। মহাসড়কের উভয়পাশে এবং বিশ্বনাথ-রশীদপুর সড়কে আটকা পড়ে শতশত যানবাহন। দুর্ভোগে পড়েন যাত্রী সাধারণ ও পথচারীরা।

পরে পুলিশ এসে আ.লীগের নেতাকর্মীদের সেখান থেকে সরিয়ে দিলে তারা মিছিল নিয়ে বিশ্বনাথ উপজেলা সদরে প্রবেশ করে।

একই সময়ে একই দাবীতে মিছিল নিয়ে মাঠে নামে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী অনুসারী উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও।

এ সময় দুই চৌধুরীর অনুসারীদের নৌকা দাবীর মিছিলে মিছিলে উত্তাল হয়ে ওঠে বিশ্বনাথ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাসিয়া ব্রীজের পূর্ব ও পশ্চিম দিকের সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট অবস্থান নেয় পুলিশ।

সিলেট-ঢাকা মহাসড়কের রশীদপুর পয়েন্টে অবরোধ ও বিক্ষোভরত নেতাকর্মীদের সাথে কথা হলে তারা জানান, সিলেট-২ আসন আওয়ামী লীগ অধ্যুষিত। এ আসনে নৌকা প্রতীকের কোনো বিকল্প নেই।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সুমন বলেন, আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানাচ্ছি সিলেট-২ আসনে যেন কর্মীবান্ধব ও চব্বিশ ঘন্টার রাজনীতিবীদ, আপাদমস্তক আওয়ামী লীগ নিবেদিত জননেতা আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীকে দলীয় প্রার্থী দেয়া হয়।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ বলেন, সিলেট-২ আসনে নৌকা প্রতীক দেয়ার দাবীতে আমরা মাঠে নেমেছি। আমরা বিশ্বাস করি, আমাদের মহান নেত্রী আমাদেরকে হতাশ করবেন না।

Bootstrap Image Preview