Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সেনাবাহিনীর ক্ষমতা প্রয়োগে ২০ দলের সঙ্গে একমত ইসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ০৭:২৯ PM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৮, ০৭:২৯ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


নির্বাচনকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীর ক্ষমতা প্রয়োগে ২০ দলীয় জোটের সাথে একমত হয়েছে নির্বাচন কমিশন।

রবিবার ২০ দলীয় জোটের সাথে বৈঠকে ইসি এ বিষয়ে একমত পোষণ করে। বিকেলে এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদের নেতৃত্বে ইসির সাথে বৈঠকে বসে ২০ দলীয় জোট। এসময় ২০ দলের পক্ষ থেকে ৩৩ দিন পর্যন্ত অজ্ঞাতনামা মামলা স্থগিতের দাবি জানানো হয়।

পক্ষপাতদুষ্ট কর্মকর্তাদের সাময়িকভাবে দূরে রাখার দাবি জানিয়েছেন তারা। বিগত নির্বাচনে যেসব কর্মকর্তা কারচুপি করেছে তাদের পরিবর্তন করার দাবিও জানায় ২০ দল।

এছাড়া শুধু সরকারি দল নয়, নিবন্ধিত সব দলের প্রধানদের সাথে দুজন করে স্পেশাল ব্রঞ্চের অফিসার নিয়োগের দাবি জানান তারা।

Bootstrap Image Preview