Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিএনপির একক প্রার্থী যারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ০৬:৫২ PM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৮, ০৬:৫২ PM

bdmorning Image Preview


ঘনিয়ে আসছে নির্বাচনের সময়। সকল দল-জোটগুলো তাদের প্রার্থী ঠিক করছে। ইতিমধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ১৩০ আসনে তাদের প্রার্থী দিয়েছে। এ দিকে বিএনপি নানাভাবে বিবেচনা করে ঠিক করছেন প্রার্থী।

সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার শেষে খসড়া তালিকা তৈরিতে টানা তিন দিন বৈঠক করে পার্লামেন্টারি বোর্ড। শনিবার মধ্যরাত পর্যন্ত তারা এ বৈঠক করেন। এ তালিকায় প্রতিটি আসনে দুই বা তিনজন করে সম্ভাব্য প্রার্থী রাখা হয়েছে। তবে প্রায় অর্ধশত আসনে একক প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বিকল্প হিসেবে একজন করে ডামি প্রার্থীও রাখা হয়েছে।

যেসব আসনে একক প্রার্থী চূড়ান্ত করা হয়েছে, ঠাকুরগাঁও-১ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কুমিল্লা-২ ড. খন্দকার মোশাররফ হোসেন, নোয়াখালী-৫ ব্যারিস্টার মওদুদ আহমদ, ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৮ মির্জা আব্বাস, নাটোর-২ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সিরাজগঞ্জ-২ ইকবাল হাসান মাহমুদ টুকু, ভোলা-৩ মেজর (অব.) এম হাফিজউদ্দিন আহমেদ, ঢাকা-২ আমানউল্লাহ আমান, নোয়াখালী-৩ বরকতউল্লাহ বুলু, নোয়াখালী-৪ মো. শাহজাহান, লক্ষ্মীপুর-৩ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কক্সবাজার-১ সালাহউদ্দিন আহমেদ, নরসিংদী-২ ড. আবদুল মঈন খান, নরসিংদী-১ খায়রুল কবির খোকন, চট্টগ্রাম-১০ আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সূত্র জানায়, অন্যান্য আসনে যারা চূড়ান্ত হয়েছেন আজকালের মধ্যে এ খসড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো হতে পারে। ওই তালিকা যাচাই-বাছাই শেষে মনোনয়ন চূড়ান্ত করবেন তারেক রহমান।

খসড়া তালিকায় যাদের নাম থাকবে, তাদের দলীয় মনোনয়ন ফরম দেয়া হবে। আজকালের মধ্যে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ ফরম ছাড়ার সম্ভাবনা আছে। চার দিনের সাক্ষাৎ শেষে পার্লামেন্টারি বোর্ড টানা তিন দিন বৈঠক করে এ খসড়া তালিকা তৈরি করে।

এ দিকে বিএনপির সাথে দীর্ঘদিনের সহযোদ্ধা ২০ দল ছাড়াও এখন ঐক্যফ্রন্ট মিলে হয়েছে ২৭ দল। জোটের ২৩ দল ও ঐক্যফ্রন্টের ৪ দল। এর বাইরেও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন আইনজীবী, সাবেক সচিব, সাবেক সামরিক কর্মকর্তা ও সুশীল সমাজ মিলিয়ে বেশ কয়েকজনকে মনোনয়ন দিতে চান।

সব মিলিয়ে এই মুহূর্তে বিএনপির ভানায় দুই জোটের হেভিওয়েট প্রার্থীরা। কোনো কোনো আসনে দলীয় একাধিক হেভিওয়েট প্রার্থী রয়েছে। এমনকি দুই জোটেরও একাধিক হেভিওয়েট প্রার্থী রয়েছে কোনো কোনো আসনে।ওইসব আসনে বিএনপি একজনকে প্রার্থী করে বাকী একজনকে ঢাকা থেকে নির্বাচন করানোর কথা ভাবছে।

Bootstrap Image Preview