Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিরিয়ায় আইএসের পাল্টা হামলায় সেনাবাহিনীর ৪৭ সদস্য নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ০৫:২২ PM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৮, ০৫:২২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সিরিয়ার পূর্বাঞ্চলীয় এলাকায় গত দুই দিনে ইসলামিক স্টেটের পাল্টা হামলায় মার্কিন সমর্থিত সিরিয়ান সেনাবাহিনীর ৪৭ সদস্য নিহত হয়েছেন। জিহাদি নিয়ন্ত্রিত ওই অঞ্চলের দখল নিতে হামলা চালালে আইএসের পাল্টা আক্রমণে এ হতাহতের ঘটনা ঘটে।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা সিরিয়ান অবজারভেটরির যুদ্ধবিষয়ক এক মনিটরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। কুর্দিশ নেতৃত্বাধীন ও মার্কিন সমর্থিত সরকারী বাহিনী সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স দেশটির পূর্বাঞ্চলীয় ইরাক সীমান্ত সংলগ্ন প্রদেশ দেইর এজ্জরের নিয়ন্ত্রণ নিতে অভিযান চালালে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানান তিনি।

সিরিয়ান অবজারভেটরির ওই মনিটর বলেন, শনিবার তিনটি পৃথক হামলা চালায় জিহাদিরা। ইসলামিক স্টেট ওই অঞ্চলের আল-বাহরা ও ঘরানজির কয়েকটি গ্রাম এবং আল-তানাক নামে দেশটির অন্যতম বাণিজ্যিক তেলখনিতে সিরিয়ান সেনাবাহিনীকে লক্ষ্য করে এ হামলা চলায়। আল-তানাক নামের ওই অঞ্চলটি সিরিয়া সেনাসদস্যদের ঘাটি হিসেবে পরিচিত।

সিরিয় বাহিনীর মুখপাত্র মুস্তফা বালি নিশ্চিত করেন, আইএস নেতৃত্বাধীন সন্ত্রাসীরা সিরিয়ান সেনা সদস্যদের লক্ষ্য করে তিনটি ভিন্ন স্থানে সিরিজ বোমা হামলা চালায়। দুই পক্ষের দিনব্যাপী চলা সংঘর্ষে সিরিয়া সেনাবাহিনীকে বিমান হামলার মাধ্যমে সহযোগিতা করে মার্কিন সমর্থিত সামরিক জোট।

শনিবারের ওই হামলায় সিরিয় সেনাবাহিনীর ২৯ সদস্য নিহত হয়। সিরিয়ান অবজারভেটরির প্রধান আবদেল রহমান বলেন, ‘এ নিয়ে গত দুদিনের যুদ্ধে আসাদ বাহিনীর কমপক্ষে ৪৭ সদস্য নিহত হলেন। এছাড়া ৩৯ জন জিহাদীও প্রাণ হারিয়েছেন।’

Bootstrap Image Preview