Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় ড.কামাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ০৫:১৮ PM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৮, ০৫:১৮ PM

bdmorning Image Preview


ড. কামাল বলেছেন, অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। যারা দেশ শাসন করবে তাদের জবাবদিহিতার জায়গা থাকবে এবং আমরা তাদের জন্য অপেক্ষা করছি।

আজ রবিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত গণফোরামের নতুন দল যোগদান শিবিরে এসব মন্তব্য করেন।

তিনি বলেন, দেশ এবং দেশের জনগণের কল্যাণ চাই, দেশের সুশাসন ফিরে পেতে চায়। পুলিশ দেশ এবং জনগনের বন্ধু। তাই তারা জনগণের কল্যাণে কাজ করবে। আমারা বিশ্বাস করি জনগণ সকল ক্ষমতার উৎস।

২০১৪ সালের নির্বাচন নিয়ে আমি সরকারের বিরুদ্ধে কোনো মন্তব্য করবোন না বলে নির্বাচন কমিশনের কর্মকাণ্ড নিয়ে অভিযোগ তুলেন ঐক্যফ্রন্টের শীর্ষ এই নেতা।

তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনকে পূর্বেও বলেছি এখনও বলছি আপনাদের কার্যক্রমে আমরা সন্তুষ্ট নই। সরকার দলীয় নমিনেশন প্রার্থী এবং সরকারের মন্ত্রীরা তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় দিব্যি নির্বাচনের প্রচারণা চালাচ্ছে এবং তাদের কথাগুলো নিয়ে সাধারণ জনগণের কাছে যাচ্ছে।বিরোধীদলীয় নেতাকর্মীদেরকে তাদের এলাকায় ঢুকতে দিচ্ছে না বরং উল্টো তাদেরকে মিথ্যা মামলা দিয়ে তাদের নির্বাচনের প্রচারণা থেকে দূরে রাখছে। এসব দেখেও নির্বাচন কমিশন নির্বাক। নির্বাচন কমিশনের কর্ম দেখে আমরা হতাশ।

ইভিএম সরকারের পরিকল্পনার অংশ দাবি করে বলেন, প্রতারণার কারণে উন্নত বিশ্বের যে সকল দেশ ইভিএমের ব্যবহার ছিল তারা এখন তা বন্ধ করে দিয়েছে। এ সরকারকে পুনরায় নির্বাচিত করার জন্য ৬টি আসনে ইভিএমের ব্যবহার রেখেছে নির্বাচন কমশন।

Bootstrap Image Preview