Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সৈয়দ আশরাফের সঙ্গে একই আসনে মনোনয়ন পেয়েছেন আরও এক প্রার্থী

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ০৫:০২ PM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৮, ০৫:০২ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


আওয়ামী লিগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম ছাড়াও কিশোরগঞ্জ-১ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন সাবেক ছাত্রনেতা মশিউর রহমান হুমায়ূন। সৈয়দ আশরাফ ক্যান্সারের আক্রান্ত হয়ে বর্তমানে বিদেশে চিকিৎসাধীন।

তার ভাই শাফায়াতুল ইসলাম সম্প্রতি জানান সৈয়দ আশরাফের রাজনীতিতে ফেরার সম্ভাবনা খুব কম। এ আসনে কেন দুজনকে রাখা হয়েছে জানতে চাইলে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা সৈয়দ আশরাফুল ইসলামকেই মনোনয়ন দিতে চাই। কিন্তু তার শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে দুজনকে রাখা হয়েছে।’

ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে সৈয়দ আশরাফুল ইসলাম এখন থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন। অসুস্থতার কারণে গত ১৮ সেপ্টেম্বর সংসদ থেকে ছুটিও নিয়েছেন তিনি।

১৯৯৬ সাল থেকে টানা চার নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আওয়ামী লীগের মনোনয়নে কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসন থেকে নির্বাচন করে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য হন ১৯৯৬ সালে। এরপর ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে পুনর্নির্বাচিত হন সৈয়দ আশরাফ।

Bootstrap Image Preview