Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সেনবাগে জাতীয় সমবায় দিবস উদযাপন 

জামশেদুর রহমান, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ০২:৫৫ PM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৮, ০২:৫৫ PM

bdmorning Image Preview


"সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি" এ শ্লোগানকে প্রতিপাদ্য করে ৪৭তম সমবায় দিবস পালন করেছে সেনবাগ উপজেলা প্রশাসন।  

এ উপলক্ষে রবিবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যে দিবসের সূচনা করা হয়।

এরপর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিন আক্তার কানন, নিবাহী অফিসার শতরুপা তালুকদারের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

এসময় সমবায় অফিসার এ.কে.এম.মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন আক্তার কানন, উপজেলা নিবাহী অফিসার শতরুপা তালুকদার, জেলা পরিষদ সদস্য রেজিয়া আক্তার বকুল, বি.আর.ডি.বি'র চেয়ারম্যান আতিকুর রহমান পলাশ, সেতুবন্ধন বহুমুখী সমবায় সমিতি আরমানে আর সালাম, গোরকাটা বহুমুখী সমিতির সামছুদ্দিন, কাজিরখিল সঞ্চয় সমিতির দেলোয়ার হোসেন প্রমুখ।
 

Bootstrap Image Preview