Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাপাকে ৩৬ আসন দেওয়ার সিদ্ধান্ত আওয়ামী লীগের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ০১:৪৭ PM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৮, ০১:৪৭ PM

bdmorning Image Preview


আসন্ন জাতিয় সংসদ নির্বাচনে জাতিয় পার্টি ৭০টি আসন চাইলেও আওয়ামী লীগের সবচেয়ে বড় মিত্র জাতীয় পার্টিকে (জাপা) আগামী নির্বাচনে ৩৬টি আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

রবিবার (২৫ নভেম্বর) সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই ঘোষণা দিয়েছেন।

আওয়ামী লীগের একটি নির্ভরযোগ্য অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেছে, শেষ পর্যন্ত ৩৬টি আসনে লাঙ্গলের জন্য ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

‘আর অন্য শরিকদের বিষয়েও একরকম সিদ্ধান্ত হয়ে গেছে। রোববার সকালেই সব জানানো হবে। একই সঙ্গে অাওয়ামী লীগের প্রার্থীদেরও নাম ঘোষণা করা হবে।

দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, রোববার দলের প্রার্থী তালিকা জানানো হবে।

Bootstrap Image Preview