Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রোনালদিনহোর দামি গাড়ি ও সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ব্যাংক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ১২:০২ PM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৮, ১২:০২ PM

bdmorning Image Preview


২ মিলিয়ন ইউরো জরিমানা। সেই টাকাটাই উদ্ধারের জন্য তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুঁ মেরেছিল ব্যাংক কর্তৃপক্ষ। দেখা গেল, সেখানে রয়েছে মাত্র ছয় ইউরো। যা দেখে ব্যাঙ্ক কর্তৃপক্ষও রীতিমতো অবাক হয়ে যায়। রোনালদিনহোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে মাত্র ছয় ইউরো! তা হলে জরিমানার টাকা আদায় হবে কী করে! ব্যাঙ্ক কর্তৃপক্ষ এবার রোনাল্ডোর বিলাসবহুল গাড়ি, আসবাবপত্রসহ অন্যান্য সম্পত্তি বাজেয়াপ্ত করবে।

রোনালদিনহো ও তাঁর ভাই কয়েক বছর আগে ব্রাজিলের একটি সংরক্ষিত এলাকায় অবৈধভাবে চিনিকল নির্মাণ করেন। এর পরই তাঁদের নামে মামলা হয়। আদালত এই মামলায় রোনালদোর ২ মিলিয়ন ইউরো জরিমানা হয়। যদিও সেসব মামলা-মোকদ্দমা নিয়ে ব্রাজিল কিংবদন্তি খুব একটা ভাবিত নন। তিনি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন এদেশ-ওদেশ। কিছুদিন আগেই যেমন ঘুরে এলেন চীন-জাপান। বিশ্বখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী সংস্থা তাঁর নামে বুট তৈরি করেছে। সেই সংস্থার ব্র্যান্ড আম্বাসাডর রোনালদিনহো। এরই মাঝে রোনালদোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে খোঁজ চালায় আদালত। 

রোনালদিনহোর ফাঁকা অ্যাকাউন্ট দেখে সন্দেহ জেগেছে আদালতের। মনে করা হচ্ছে, জরিমানার অর্থ না দেওয়ার ফন্দি করেছেন তিনি। যার জন্য সমস্ত টাকা-পয়সা সরিয়ে অন্য কোথাও রেখেছেন। রোনালদোর এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঘিরেই যাবতীয় রহস্য ঘনীভূত হয়। এর পরই আদালতের তরফে তাঁর বাড়িতে হানা দেওয়া হয়। সেখান থেকে ব্রাজিল তারকার দামি দামি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। রোনালদিনহোর ভাই রবার্তো ডি এসিস মোরেইরা নিজের অংশের জরিমানার টাকা শোধ করে দিয়েছেন। কিন্তু রোনালদিনহো জরিমানা এড়ানোর জন্য বিভিন্ন টালবাহানা করছেন। যদিও রোনালদিনহোর সম্পত্তি বাজেয়াপ্ত করে জরিমানার কত শতাংশ অর্থ উঠে এসেছে, তা জানা যায়নি।

Bootstrap Image Preview