Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে এবার মোট ভোটারের সংখ্যা ১৪ লাখ ২৫ হাজার ৫'শ ৫৪ জন 

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ১০:২৮ AM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৮, ১০:২৮ AM

bdmorning Image Preview


আসন্ন একাদশ সংসদ নির্বাচনে হবিগঞ্জ জেলার ৪টি আসনে ১৪ লাখ ২৫ হাজার ৫৫৪ জন ভোটার স্ব স্ব ভোট তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে পারবেন। হালনাগাদে জেলায় প্রায় অর্ধ লক্ষাধিক ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। 
এবার পুরুষের তুলনায় নারী ভোটারের সংখ্যা বেশি।

জেলায় পুরুষ ভোটার সংখ্যা ৭লাখ ১০ হাজার ৩৫৯ জন এবং নারী ভোটার ৭ লাখ ১৫ হাজার ২৬৫ জন। এই হিসেবে দেখা যায়, হবিগঞ্জ জেলার মোট ভোটারের মধ্যে ৪ হাজার ৯শ ৬ জন নারী ভোটার বেশি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি বছর পর্যন্ত চূড়ান্তভাবে উল্লেখিত সংখ্যক ভোটারকে নিবন্ধনে যুক্ত করা হয়েছে। ২০১৭ সালের পূর্বের হালনাগাদের ভোটার সংখ্যা ছিল জেলায় ১৩ লাখ ৭১ হাজার ৪৭১ জন। কিন্তু চলতি বছরের হালনাগাদে ৫৪ হাজার ৮৩ জন ভোটার বৃদ্ধি পেয়ে এর সংখ্যা দাড়িয়েছে ১৪ লাখ ২৫ হাজার ৫৫৪ জন। আর একাদশ সংসদ নির্বাচনে উল্লেখিত ভোটার তাদের পছন্দে প্রার্থীকে ভোট দিতে নির্বাচনে অংশ নিতে পারবেন। 

উপজেলাওয়ারী হালনাগাদ ভোটার সংখ্যা হলো- বাহুবল উপজেলায় পুরুষ ভোটার ৬৪ হাজার ৯'শ ৮৬ জন, মহিলা ৬৩ হাজার ৭'শ ৫০ জন। নবীগঞ্জ উপজেলায় পুরুষ ভোটার ১ লাখ ১৫ হাজার ৮'শ ৩০ জন, মহিলা ভোটার ১ লাখ ২০ হাজার ৩'শ ৭৩ জন। বানিয়াচং উপজেলায় পুরুষ ভোটার ১ লাখ ১০ হাজার ৬'শ ৬২ জন, মহিলা ১ লাখ ১৫ হাজার ৩'শ ৩৭ জন। আজমিরীগঞ্জ উপজেলায় পুরুষ ভোটার ৩৯ হাজার ১০২ জন, মহিলা ৩৮ হাজার ৮'শ ৭৭ জন। হবিগঞ্জ সদর উপজেলায় পুরুষ ভোটার ৮৯ হাজার ১'শ ২৯ জন, মহিলা ৮৭ হাজার ৭'শ ২ জন। লাখাই উপজেলায় ৫১ হাজার ৯'শ ৪৩ জন। শায়েস্তাগঞ্জ উপজেলায় পুরুষ ভোটার ২২ হাজার ৬'শ ৪৪ জন, মহিলা ২৩ হাজার ৩৭ জন। চুনারুঘাট উপজেলায় পুরুষ ভোটার ১ লাখ ১ হাজার ৬'শ জন, মহিলা ১ লাখ ৩ হাজার ৯'শ ৪১ জন এবং মাধবপুর উপজেলায় পুরুষ ভোটার ১ লাখ ১১ হাজর ৪'শ ৩ জন ও মহিলা ১ লাখ ১০ হাজার ২'শ ৪০ জন ভোটরকে নিবন্ধন করা হয়েছে।

Bootstrap Image Preview