Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গণফোরামে যোগ দিচ্ছেন সাবেক পরীকল্পনামন্ত্রী এ কে খন্দকার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ০৯:৩৭ AM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৮, ০৯:৩৭ AM

bdmorning Image Preview


গণফোরামে যোগ দিচ্ছেন আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার। গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন তাকে স্বাগত জানাবেন।

আজ রবিবার দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক গণফোরামে যোগ দেবেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক গণফোরামের এক নেতা সমকালকে জানান, বৈরী রাজনৈতিক পরিস্থিতির কারণে তারা যোগদান অনুষ্ঠানের ব্যাপারে আগাম কিছু বলতে চান না। তবে গণফোরাম তথা জাতীয় ঐক্যফ্রন্টে আরও গুরুত্বপূর্ণ ব্যক্তি ও রাজনীতিবিদ যোগদান করবেন। তাদের বেশিরভাগই আগামী নির্বাচনে অংশ নেবেন।

বিমানবাহিনী থেকে অবসর গ্রহণের পর রাজনীতিতে সম্পৃক্ত হন এ কে খন্দকার। তিনি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন ও উপপ্রধান সেনাপতি হিসেবে কর্মরত ছিলেন। বিমানবাহিনীর প্রথম প্রধান ছিলেন এ কে খন্দকার। ১৯৭৭ সালে জিয়াউর রহমানের সরকারের সময় ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ পান।

১৯৮৬ সালের অক্টোবর থেকে ১৯৯০ সালের মার্চ পর্যন্ত তিনি এরশাদ সরকারের পরিকল্পনামন্ত্রী ছিলেন। এর আগে তিনি অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার ছিলেন। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার বাংলাদেশ সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান হিসেবে দুই বছর দায়িত্ব পালন করেন তিনি। ২০০৮ সালের নির্বাচনে অংশ নিয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং আওয়ামী লীগ সরকারের পরিকল্পনামন্ত্রী হন। ২০১৪ সালে তার বই '১৯৭১ :ভেতরে বাইরে' প্রকাশিত হয়। এতে প্রকাশিত কিছু তথ্যের কারণে ইতিহাস বিকৃতির অভিযোগ আনেন আওয়ামী লীগের নেতারা।

গতকাল শনিবার দুপুরে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে এসে দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন আ ম সা আমিন। যোগদানের সময় সেখানে গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু এবং জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মোহাম্মদ মনসুর প্রমুখ উপস্থিত ছিলেন।

আ ম সা আমিন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ২০০১ সালে কুড়িগ্রাম-২ আসন থেকে নির্বাচন করে পরাজিত হন। তিনি স্থানীয় আওয়ামী লীগের নেতা ছিলেন।

এ ছাড়া এরই মধ্যে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া ও ১০ সেনা কর্মকর্তা গণফোরামে যোগদান করেছেন। তাদের মধ্যে রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ আসন থেকে গণফোরামের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।

Bootstrap Image Preview