Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইসলামে নারীর বিরুদ্ধে কোনো বৈষম্য করে না: এরদোগান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০৯:৪০ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ০৯:৪০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ইসলামে নারীর বিরুদ্ধে কোনো বৈষম্য অনুমোদন করে না। ইস্তানবুলে নারী ও ন্যায়বিচার বিষয়ক তৃতীয় সম্মেলনে বক্তব্য দেয়ার সময় ইসলামে নারী ও পুরুষের সমতার ওপর জোর দেন তিনি।

এরদোগান বলেন, ইসলাম ধর্মের একজন অনুসারী হয়ে নারীর বিরুদ্ধে কোনো বৈষম্য আরোপ করা আমাদের উচিত না। কাজেই মানুষকে লিঙ্গ ও গায়ের রঙের ভেদাভেদ না করেই দেখতে হবে। কারণ সব মানুষকেই আল্লাহ সৃষ্টি করেছেন।

ব্যবসা ও পারিবারিক জীবনের নারী ভূমিকা অপরিহার্য বলে উল্লেখ করেন তুর্কি প্রেসিডেন্ট।

পশ্চিমা দেশগুলোতে নারীকে পণ্যে পরিণত করা হয়েছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, শত শত বছর ধরে নারীদের বিক্রি ও কাজ করতে বাধ্য করা হচ্ছে।

Bootstrap Image Preview