Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নাইজেরিয়ায় সামরিক ঘাঁটিতে হামলায় নিহত শতাধিক সেনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০৮:১৪ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ০৮:১৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নাইজেরিয়ার একটি সামরিক ঘাঁটিতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে শতাধিক সেনা নিহত হয়েছে। ইসলামিক স্টেট (আইএস) এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। দেশটির গণমাধ্যমের প্রতিবেদন ও নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানা গেছে।

গত রবিবার এই হামলার ঘটনা ঘটে। তবে বৃহস্পতিবার দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য প্রকাশ করেন। হামলার জন্য পশ্চিম আফ্রিকার ইসলামিক স্টেটকে দায়ী করেন তিনি। প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি ক্ষমতায় আসার পর দেশটিতে এটাই সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা।

জানা গেছে, নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় বোর্নো প্রদেশের মেতেলে গ্রামের একটি সামরিক ঘাঁটিতে রবিবার হামলা চালানো হয়। বোর্নো প্রদেশকে বোকো হারাম ও ইসলামিক স্টেট জঙ্গিদের বিদ্রোহের কেন্দ্রবিন্দু বলে বিবেচনা করা হয়।

Bootstrap Image Preview