Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেপরোয়া ড্রাইবারের মতো আচারণ করছে বিএনপি : কাদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০৮:০৫ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ০৮:০৫ PM

bdmorning Image Preview


নেতিবাচক রাজনীতির কারণে জনমতের দিক দিয়ে বিএনপি সংকোচিত হয়ে গেছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, " আমরা শঙ্কিত; বিএনপি বেপরোয়া হয়ে গেছে, বেপরোয়া ড্রাইবারের মত কখন কোন দূর্ঘটনা ঘটিয়ে ফেলে।"

শনিবার সান্ধায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

'গোপন বৈঠকের’ খবর দিয়ে প্রশাসন ও পুলিশের কিছু কর্মকর্তাদের নির্বাচনী কর্মকাণ্ড থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে বিএনপির দাবির কথা দৃষ্ট আকর্ষন করলে কাদের বলেন, "এই মুহূর্তে তারা যেটা চায় সেটা হচ্ছে নির্বাচন থেকে সরে দাঁড়াতে কিছু কিছু অজুহাত এবং সেটাই তারা করে যাচ্ছে। তারা জানে আসন্ন নির্বাচনে তাদের জনগণের ভোটে জেতার কোনো সম্ভাবনা নেই। "আজকে, জনমতের দিক থেকে তারা নেতিবাচক রাজনীতির কারণে ক্রমেই সংকুচিত হয়ে পড়ছে। আর সে কারণেই তারা দিনে দিনে আরও বেপরোয়া হয়ে উঠছে।

তিনি বলেন,এ জন্য আমরা শঙ্কিত, বিএনপি এবারের মতো কখন কোন দেশে ঘটিয়ে ফেলে।" প্রশাসনিক ব্যবস্থাকে বিএনপি ভেঙ্গে দিতে চাচ্ছে দাবি করে কাদের বলেন, " আগামী নির্বাচনে শুষ্ঠু, শান্তিপুর্ণ ও নিরপেক্ষ করার জন্য যেখানে কাজ করে যাচ্ছে সেই মুহূর্তে বিএনপি জনগনের কাছে না গিয়ে, তারা প্রতিদিন প্রশাসনকে আক্রমন করে কথা বলছে, প্রশাসনের বিরুদ্ধে কথা বলছে। "তাদের উদ্দেশ্য হচ্ছে, প্রশাসনিক ব্যবস্থা, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসনে বিশৃঙ্খলা বিরাজ করা। প্রশাসনিক কর্মকর্তাদের একটি শান্তিপূর্ণ পরিবেশে বজায় রয়েছে।

তিনি বলেন, মিথ্যা বানোয়াট কাহিনী প্রশাসনের নামে প্রচার করে দেশের প্রশাসনিক ব্যবস্থাকে ভেঙ্গে দিতে চায় তারা। তারা চায় একটি অকার্যকর ব্যবস্থা চালু করতে। আর তখন তারা অকার্যকর ব্যবস্থা চালু করে গোলা পানিতে মাছ শিকারের জন্য তাদের চেষ্টা চালাচ্ছে।দিন যত যাচ্ছে নির্বাচনকে সামনে রেখে তত বেশি পরিষ্কার হয়ে যাচ্ছে এটা।

নির্বাচনে গুজব রটাতে বিএনপি সাইবার আক্রমন করতে পারে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, " মিডিয়ার লোকদের নিয়ে আমরা একটা কমিটি করছি, সেখানে আজকে আলাপ আলচনা হয়েছে। আজকে আমরা আলোচনা করেছি কিভাবে সাইবার আক্রমন প্রতিরোধ করা যায়। বিএনপি আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিধ্বংসী সাইবার অ্যাটাক করতে পারে। এটা কিভাবে রোধ করা যায় সে বিষয়ে আমরা আলোচনা করেছি।

উদ্দেশ্যে মুলক ভাবে সরকারের বিরুদ্ধ আচরণ থেকে বিরত থাকার জন্য গনমাধ্যমকে আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, "কিছু কিছু গণমাধ্যম, কিছু পলিসি বা এজেন্ডা নিয়ে আমাদের বিরুদ্ধে আচরণ করে। তবে আমরা সবার সহযোগিতা চাই। দেশের স্বার্থে, জাতির স্বার্থে এই বিরুদ্ধ আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল অালম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, অাবু সাঈদ অাল মাহমুদ, উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। কেএমএইচ

Bootstrap Image Preview