Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'আসন ভাগাভাগিকে কম গুরুত্ব দিচ্ছে জাতীয় পার্টি'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০৬:৩২ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ০৬:৩২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগিকে কম গুরুত্ব দিচ্ছে জাতীয় পার্টি। তবে তারা আওয়ামী লীগের সঙ্গেই থাকতে চায়। জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমনটাই জানিয়েছেন।

শনিবার (২৪ নভেম্বর) আ.লীগের সাথে এক বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় হাওলাদার সাংবাদিকদের প্রশ্নে বলেন, আসনের দাবিতে কম গুরুত্ব দিয়েই আওয়ামী লীগের সঙ্গে থাকতে চায় জাতীয় পার্টি।

সকালের দিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে প্রায় চার ঘণ্টা বৈঠক করেন জাতীয় পার্টির মহাসচিব।

রুহুল আমিন হাওলাদার বলেন, যেসব আসন আমরা চাই, সেগুলো নিয়ে আলোচনা চলছে। প্রকৃতপক্ষে লক্ষ্যে পৌঁছানোর জন্য নির্ভুল পথে চলতে হবে এখানে আবেগের সুযোগ নেই।

নির্বাচনে আসনের বিষয়ে তিনি বলেন, আমরা পেয়েছি, আরও পাব। আমরা আশাবাদী, চূড়ান্ত হওয়ার সময় আরও ভালো কিছু পাব। এই আশা নিয়ে আমরা চলে যাচ্ছি।

আলোচনাকালে জাতীয় পার্টি থেকে আরও উপস্থিত ছিলেন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা ও মুজিবুল হক চুন্নু ও কাজী ফিরোজ রশীদ।

Bootstrap Image Preview