Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'প্রতীক বরাদ্দের পর নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে আ.লীগ'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০৫:০১ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ০৫:০১ PM

bdmorning Image Preview


আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পরই আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে।

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জোট-মহাজোট নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে তিনি একথা বলেন।

সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে উল্লেখ করে তিনি বলেছেন, সেই নির্বাচনে বিএনপি তাদের অস্তিত্ব রক্ষার্থেই অংশগ্রহণ করবে।

দেশের মানুষ আর বিএনপিকে ভোট দিবে না- উল্লেখ করে তিনি বলেন, কেননা দলটি (বিএনপি) বিভিন্ন সময় দেশে নৈরাজ্য সৃষ্টি করে নারী-শিশুসহ অগণিত মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে।

Bootstrap Image Preview