Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুবি'তে ২৭ নভেম্বর থেকে স্নাতক প্রথমবর্ষের ভর্তি কার্যক্রম শুরু 

দেলোয়ার হোসাইন শরীফ, কুবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০৪:৩৬ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ০৪:৩৬ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার রবিবার (২৫ নভেম্বর) থেকে শুরু হবে। চলবে সােমবার (২৬ নভম্বর) পর্যন্ত। আর ২৭ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত (শুক্র ও শনিবার ব্যতীত) চলবে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম।

রবিবার (২৫ নভেম্বর) 'এ' ইউনিটের ১ম থেকে ৪০০তম, 'বি' ইউনিটের ১ম থেকে ৫১৪তম (মানবিক), ১ম থেকে ১০৪তম (ব্যবসায় শিক্ষা), 'সি' ইউনিটের ১ম থক ৪০০তম থেকে (ব্যবসায় শিক্ষা) সাক্ষাৎকার নেওয়া হব।

সােমবার (২৬ নভম্বর) 'এ' ইউনিটের ৪০১তম থেকে ৬০০ তম, 'বি' ইউনিটর ১ম থেকে ২৮২ তম (বিজ্ঞান ও কােটা) এবং  'সি' ইউনিটের মানবিক ও বিজ্ঞান থেকে পাশ করা সকল শিক্ষার্থীর সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

সাক্ষাৎকারের সময় শিক্ষার্থীদর অবশ্যই সকল সনদের মূল কপির সাথে নিয়ে আসতে হবে। সাক্ষাৎকার উত্তীর্ণ শিক্ষার্থীরা ২৭ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত (শুক্র ও শনিবার ব্যতীত) তাদর স্ব স্ব বিভাগে ভর্তি হতে পারবে। শিক্ষার্থীরা ১০ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত মাইগ্রেশন করার সুযােগ পাবে। প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ২০১৯ সালর ১লা জানুয়ারি থেকে।

উল্লেখ্য, গত ৯ ও ১০ নভেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষর স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীনে মােট ১০৪০টি আসনের বিপরীতে শিক্ষার্থীদের ভর্তি করানাে হবে।

 

Bootstrap Image Preview