Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুক্তি পাওয়া ৫ ইরানি সীমান্তরক্ষীকে আইআরজিসি'র শুভেচ্ছা

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০৪:৩৫ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ০৪:৩৫ PM

bdmorning Image Preview


ইরানের পাঁচ সীমান্তরক্ষী বাহিনী আখন নিজ দেশে। দেশে ফেরার পরে তাদের স্বাগত জানিয়েছেন ইরান। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী  তাদের স্বাগত জানায়। পাকিস্তানের সঙ্গে সহযোগিতার মাধ্যমে পাঁচ জনকে মুক্ত করা সম্ভব হয়েছে। বাকী সাত জনের মুক্তির লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ইরান-পাকিস্তান সীমান্তের জিরো পয়েন্ট থেকে ১২ জন ইরানি সীমান্তরক্ষীকে অপহরণ করে পাকিস্তানে নিয়ে যায় বিপ্লব বিরোধী সন্ত্রাসীরা। অপহৃতদের পাঁচ জনকে গত সপ্তাহে মুক্ত করা সম্ভব হয়েছে। অপহরণের পর থেকেই সীমান্তরক্ষীদের মুক্তির লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে সর্বাত্মক সামরিক ও রাজনৈতিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রেখেছে ইরান সরকার। অপহৃতদের মুক্ত করতে ইরান পাকিস্তানকে যৌথ অভিযানেরও প্রস্তাব দিয়েছে।

পাকিস্তান সীমান্তে মাঝে মধ্যেই সন্ত্রাসী হামলার শিকার হয় ইরানি সীমান্তরক্ষীরা। ইরান সরকার সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য পাকিস্তানের প্রতিও আহ্বান জানিয়েছে।

Bootstrap Image Preview