Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মনিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব মহারাসলীলা অনুষ্ঠিত

বিক্রমজিত বর্ধন, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০৩:১৭ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ০৩:১৯ PM

bdmorning Image Preview


মৌলভীবাজারের কমলগঞ্জে মনিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী প্রধান ধর্মীয় উৎসব মহারাসলীলা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর পূর্ণিমা তিথিতে স্বাড়ম্বরে অনুষ্ঠিত হয় বর্ণময় শিল্পকলা সমৃদ্ধ মনিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মহারাসলীলা উৎসব।

এ বছর ও কমলগঞ্জ উপজেলার মাধবপুর শিববাজার জোড়ামন্ডপ প্রাঙ্গনে শুক্রবার (২৩ নভেম্বর) মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের উদ্যোগে বিষ্ণুপ্রিয়া মনিপুরীরা ১৭৬ তম বার্ষিকী এবং আদমপুর ইউনিয়নের তেতইগাঁও সানাঠাকুর মন্ডপ প্রাঙ্গনে রাসোৎসব উদযাপন কমিটির উদ্যোগে মণিপুরী মী-তৈ সম্প্রদায়ের লোকজন ৩৩ তম মহারাস উৎসব উদযাপন করে। রাস উৎসব উপলক্ষে উভয় স্থানেই বসেছে বিরাট মেলা।

মণিপুরী সম্প্রদায়ের লোকজনের পাশাপাশি অন্যান্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার লোকজন মেতে উঠে আনন্দ উৎসবে। মহারাত্রির আনন্দের পরশ পেতে আসা হাজার হাজার নারী-পুরুষ, শিশু-কিশোর, কবি-সাহিত্যিক, সাংবাদিক, দেশী-বিদেশী পর্যটক, বরেণ্য জ্ঞাণী-গুণী লোকজনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের পদচারনায় মুখরিত হয়ে উঠে গোটা উৎসব অঙ্গন।

মনিপুরী সম্প্রদায়ের এই উৎসবকে ঘিরে উভয় মন্ডপ এলাকায় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিলো। 
 

Bootstrap Image Preview