Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাহরাইনে বিরোধী দলগুলোর অংশগ্রহণ ছাড়াই চলছে সংসদ নির্বাচন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০৩:০৭ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ০৩:০৭ PM

bdmorning Image Preview


মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে আজ অনুষ্ঠিত হচ্ছে সংসদ নির্বাচন। তবে এই নির্বাচনের আগে নেতাকর্মীদের ধরপাকরের কারণে নির্বাচন বর্জন করেছে দেশটির শিয়া সমর্থিত বিরোধী দলগুলো। এইদিকে নির্বাচনকে প্রহসনমূলক আখ্যায়িত করেছে দেশটির বিভিন্ন সংস্থার একটিভিস্টরা।

তবে সরকার বলছে গণতান্ত্রিক পদ্ধতিতেই নির্বাচন হচ্ছে। শনিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে রাত ৮টা পর্যন্ত।

বাহরাইনে ১৭৮৩ সাল থেকে ক্ষমতায় আছে সুন্নি মুসলিম দল আল খালিফা। ২০১১ সালে তাদের বিরুদ্ধে অভ্যুত্থান করতে চাইলে ব্যর্থ হয় শিয়া সমর্থিত বিরোধী দলগুলো। তখন আল খালিফার দলের সমর্থনে বাহরাইনে সেনা পাঠায় সৌদি আরব।

বিশ্লেষকরা বলছে, ইরান এবং মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশের সঙ্গে দ্বন্দ্বে বাহরাইনের সমর্থন পাওয়ার জন্যই তখন সৌদি আরব আল খলিফা দলটিকে সমর্থন করেছিল।

এই নির্বাচনের বিষয়ে যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা বাহরাইন ইন্সটিটিউট ফর রাইটস এন্ড ডেমোক্রেসির পরিচালক সায়েদ আহেমদ আলওয়াদায়েই বলেন, পরিষ্কার ভাবে বিশ্বের সেরা গণতান্ত্রিক দেশের আইনসভা মনে করে যে বাহরাইনে আসন্ন নির্বাচন অবৈধ। আপনি আপনার বিরোধীদলকে নিপীড়ন, অত্যাচার এবং জেলে পাঠাতে পারেন না। এছাড়া প্রতারণামূলক নির্বাচন আয়োজন করে এবং আপনি আন্তর্জাতিক সম্প্রদায়ের শ্রদ্ধা চাইতে পারেন না।

এ বছর বাহরাইনে সংসদ নির্বাচনে ৫০৬ জন প্রার্থী অংশ নিয়েছেন। এদের মধ্যে নারী প্রার্থীর সংখ্যা অন্যান্য বছরের চেয়ে বেশি দেখা গেছে। ধারণা করা হচ্ছে এইবার ২০১৪ সালের নির্বাচনের চেয়েও বেশি ভোট পড়বে। বিরোধী দলগুলোর বয়কট করা ওই নির্বাচনেও প্রায় ৫৩ শতাংশ ভোট পড়েছিল। এদিকে দেশটির শিয়া মুসলিমরা দাবি করছে সকল সরকারি সুবিধা এবং চাকরি থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে।

Bootstrap Image Preview