Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচন উপলক্ষে জোট-মহাজোট নেতাদের সঙ্গে সিরিজ বৈঠকে কাদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০২:১৯ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ০২:৩৪ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন বন্টন নিয়ে জোট-মহাজোট নেতাদের সঙ্গে সকাল থেকে সিরিজ বৈঠকে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

প্রথমে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসেন জাতীয় সমাজতান্দ্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আকতার। এরপর বৈঠকে বসেন রাশেদ খান মেননের ওয়ার্কার্স পার্টি।

ওয়াকার্স পার্টির সঙ্গে বৈঠক শেষে ওবায়দুল কাদের জাতীয় পার্টির সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে উপস্থিত ছিলেন জাপা নেতা মশিউর রহমান রাঙ্গা, মুজিবুল হক চুন্নু ও কাজী ফিরোজ রশীদ। কিছুক্ষণের মধ্যে ঢাকা মহানগর নেতাদের সঙ্গে বৈঠক করবেন ওবায়দুল কাদের। বৈঠকে ঢাকা মহানগরের অন্তর্ভুক্ত কেন্দ্রীয় নেতারা, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।

Bootstrap Image Preview