Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৪ উইকেট হারিয়ে লাঞ্চে ওয়েষ্ট ইন্ডিজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ১১:৪২ AM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ১১:৪৯ AM

bdmorning Image Preview


দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে জীতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। দুই দিনের খেলা শেষে আজ তৃতীয় আবারো মাঠে নামবে দল দুটি।দ্বিতীয় ইনিংসে ওয়েষ্ট ইন্ডিজের লক্ষ্য ২০৪ রান।

বাংলাদেশ ১ম ইনিংস: ৩২৪, বাংলাদেশ ২য় ইনিংস: ২০৩

ওয়েষ্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৪৬

ওয়েষ্ট ইন্ডিজ ২য় ইনিংস: ১১/৪

ক্রিজে আছেন: হেটমায়ার (০) ও অ্যাব্রিস (০)

তাইজুলের জোড়া আঘাত: সাকিবের পর ওয়েষ্ট শিবিরে ধাক্কা দেয় তাইজুল ইসলাম। শাই হোপকে ৩ রানে এল বি ডব্লিই করেন তিনি। এরপর ১১ রানের চতুর্থ উইকেট হারায় ক্যারিবিয়ানরা।তাইজুল তার দ্বিতীয় শিকারে পরিণত করেন রষ্টন চেজকে। চেজ ০ রানে ফেরেন। তাই লাঞ্চে যাওয়ার আগেই টেস্ট জয়ের সম্ভাবনা জোরালো করলো বাংলাদেশ। ক্যারিবিয়ানদের জীততে আরো ১৯৩ রান প্রয়োজন। আর বাংলাদেশের প্রয়োজন ৬ উইকেট।

জোড়া আঘাতে সাকিবের দ্বিশতক: ক্যারিবিয়ানদের ইনিংসে প্রথমেই আঘাত আনলেন সাকিব আল হাসান। ওয়েষ্ট ইন্ডিজের কিরন পাওয়েলকে ০ রানে ফিরিয়ে দিলেন সাকিব। দলীয় ৫ রানে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পাওয়েল। এর মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে ২০০ উইকেটে তুলে নেন সাকিব। দলীয় ১১ রানে সাকিব তার দ্বিতীয় শিকারে পরিণত করেন শাই হোপকে। এটি টেস্ট ক্রিকেটে সাকিবের ২০১ তম উইকেট। ৫ বল থেকে ৩ রান করেন হোপ। 

বাংলাদেশের দ্বিতীয় ইনিংস: বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৩১ রান এসেছে মাহমুদু্ল্লাহর ব্যাট থেকে। এছাড়া মুশফিক ১৯ ও মিরাজ ১৮ রান করে। এর আগে প্রথম ইনিংস থেকে ৭৮ রান লিড নিয়ে শুক্রবার দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে দ্বিতীয় দিনের শেষ ভাগে ৫৫ রান তুলতেই ৫ উইকেট হারায় তারা। কায়েস ২, সৌম্য ১১, মোমিনুল ১২, মিথুন ১৭ ও সাকিব ১ রান করে আউট হন। 

ক্যারিবিয়ানদের প্রথম ইনিংস: ক্যারিবিয়ানদের হয়ে শেরমন হেমায়ার ও ডাউরিচ দুজনেই ৬৩ রানের করে ইনিংস খেলেছেন। এরপরই দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান আসে চেজের ব্যাট থেকে।এছাড়া অ্যামব্রিস ১৯ রানের ইনিংস খেলেন। বাকিরা বলার মতো তেমন কোনো রান করতে পারেনি।

বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে ১৪ ওভারে ৬১ রান দিয়ে ৫ উইকেট নেন নাইম। সাকিব নেন ৩টি উইকেট। তাইজুল ও মিরাজ নেন ১টি করে উইকেট।

বাংলাদেশের ১ম ইনিংস

এর আগে বৃহস্পতিবার টেস্টের প্রথম দিনে টসে জীতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতেই সৌম্য সরকারের উইকেট হারালেও মোমনিুল ও কায়েস দলকে সে ধাক্কা সামলে উঠেন। তাদের ১০৪ রানের জুটিতে ঘুড়ে দাড়ায় বাংলাদেশ। এটিই ছিল প্রথম ইনিংস বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি।সর্বোচ্চ ১২০ রান আসে মোমিনুলের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করেন কায়েস।

দলীয় ২২২ রানে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে ধ্বস নামে। ১৩ রানের ব্যবধানে মোমিনুল, মুশফিক, মাহমুদুল্লাহ ও সাকিব আল হাসান ফিরে যান। তবে এ ধ্বস থেকে টেনে তোলেন টেলেন্ডরার। শেষ দিকে নবাগত নাইম ও তাইজুল নবম উইকেটে ৬৫ রান তোলেন।যা বাংলাদেশকে খেলায় ফিরিয়ে আনে। নাইম ২৬ ও মিরাজ করেন ২২ রান। এছাড়া তাইজুল ৩৯ রানে অপরাজিত থাকেন।

ক্যারিবিয়ানদের হয়ে ওয়ারিকান ও গ্যাবরিয়েন ৪ টি করে উইকেট নিয়েছেন। এছাড়া কিমার রোচ ও বিশু একটি করে উইকেট নিয়েছেন।

Bootstrap Image Preview