Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'ইভিএম' সিদ্ধান্ত আজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ১১:১০ AM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ১১:১০ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়ে বৈঠকে বসছে ইসি। বৈঠকে ইভিএম ব্যবহারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।

কমিশন সূত্রে জানা গেছে, সিটি কর্পোরেশন ও শহরভিত্তিক অর্ধশত আসনের কিছু কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হতে পারে। তবে জাতীয় ঐক্যফ্রন্টসহ বেশ কিছু রাজনৈতিক দল আসন্ন এ নির্বাচনে ইভিএম ব্যবহারে আপত্তি জানিয়েছে।

জানা গেছে, আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। ‘একাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের লক্ষ্যে ভোটকেন্দ্র নির্ধারণ’ এবং ‘জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি অবহিতকরণ’ শীর্ষক দুটি এজেন্ডা নিয়ে বৈঠকে আলোচনা হবে।

জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়টি আইনি ভিত্তি দিয়ে গত ৩০ আগস্ট গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনী প্রস্তাব অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। পরে তা মন্ত্রিসভায় অনুমোদন হওয়ার পর ৩১ অক্টোবর রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এটি আইনি ভিত্তি পেয়েছে।

গত শুক্রবার (২২ নভেম্বর) এক অনুষ্ঠানে সিইসি বলেন, ‘আমরা সংসদ নির্বাচনে ইভিএম পরীক্ষামূলকভাবে ব্যবহার করব। একেবারে সীমিত আকারে ব্যবহার করতে হবে। কত আসনে কীভাবে ইভিএম ব্যবহার হবে, সেটা এখনও ঠিক করিনি। শনিবার মিটিং হবে, সেদিন এটা পরিষ্কার হবে।’

 

 

Bootstrap Image Preview