Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রার্থী তালিকা ‘চূড়ান্ত, আ.লীগের কাছে ৬০ আসন চায় জাতীয় পার্টি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ১০:৩৩ AM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ১০:৩৩ AM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কাছে ৬০ টি আসন চেয়েছে জাতীয় পার্টি (জাপা)। কোন বিভাগের কোন আসন চায়, তার একটি চূড়ান্ত তালিকাও ইতমধ্যে আওয়ামী লীগের কাছে পাঠিয়েছে জাপা।

শুক্রবার রাত ৮টার পর জাপার এক জরুরি বৈঠকে তালিকা চূড়ান্ত করা হয় বলে দলটির নীতি-নির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে।

এই বিষয় জাপার উপদেষ্টা কমিটির একজন সদস্য বলেন, আওয়ামী লীগ দিতে চাইছে ৪৫টি আসন, আর জাপা চাইছে ৬০টি আসন। সর্বশেষ সে বিষয়ের একটি তালিকা চূড়ান্ত হয়েছে এবং সেটি আওয়ামী লীগের কাছে পাঠানো হয়েছে।

শুক্রবার রাত ৮টার দিকে একটি কাগজ আসে। আওয়ামী লীগের কাছে জাপা কোন বিভাগে কতটি আসন চায়, সেটির চূড়ান্ত তালিকা জানার জন্য। পরে তড়িঘড়ি করে রাত ১০টার আগেই বসে সেটি চূড়ান্ত করেছে জাপার মহাসচিব, কো-চেয়ারম্যান ও অন্যান্য সদস্যরা।

আসন চূড়ান্ত করার বিষয়ে জাপার মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘আমরা কোন আসনে কাকে কোথায় দেবো এ বিষয়টি এখনো চূড়ান্ত করিনি। আমরা তিনশ আসনেই প্রার্থী দেবো। এ বিষয়ে দুই একদিনের মধ্যে আপনাদের জানানো হবে।’

জাপার একটি সূত্র থেকে জানা যায়, আসন ভাগ-বাটােয়ারায় আওয়ামী লীগ সর্বোচ্চ ৪৫টি আসন ছাড় দিতে চায়। সম্প্রতি বিষয়টি নিয়ে চূড়ান্ত করতে জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব রুহুল আমিন হাওলাদার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে কথাও বলেছেন। আলোচনায় আওয়ামী লীগের নীতি-নির্ধারণী নেতারাও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

জাপার একজন প্রেসিডিয়াম সদস্য জানান, আসন বণ্টন নিয়ে আওয়ামী লীগ বেশ চিন্তিত। কারণ দলটি মনে করছে জাপাকে বেশি আসন দিলে তাদের জন্য ‘বুমেরাং’ হতে পারে। যদি সব আসনে জয় পায়, তাহলে আওয়ামী লীগের জন্য বিপদও হতে পারে জাপা। সব হিসাব কষে আওয়ামী লীগ ৪৫টির বেশি আসন দিতে চায় না। যদিও জাপার পক্ষ থেকে ৬০টি আসন চাওয়া হয়েছে এবং সেটিই শুক্রবার জরুরি মিটিংয়ে বসে চূড়ান্ত করা হয়েছে।

Bootstrap Image Preview