Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০৯:১৭ AM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ০৯:১৯ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ওরাকজি জেলার শিয়া অধ্যুষিত এলাকা কালায়া বাজারে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ৩২ জন নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩১ জন।

স্থানীয় সময় শুক্রবার সকালে হামলার ঘটনা ঘটে। খবর ডনের।

শিয়া অধ্যুষিত ওই এলাকার জনবহুল বাজারে হামলার ওই ঘটনা ঘটে। পাকিস্তানে সংখ্যালঘু শিয়াদের ওপর সুন্নি উগ্রবাদিরা প্রায়ই হামলা চালিয়ে থাকে।

পুলিশ জানায়, শুক্রবার সকালে ইমামবারগাহ এলাকার কাছে বিস্ফোরণটি হয়। আহতদের কোহাত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে জরুরি তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে।

এদিকে পাকিস্তানের বন্দর নগরী করাচিতে অবস্থিত চীনা কনস্যুলেটে বন্দুক হামলার ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা ও তিন হামলাকারীসহ পাঁচজন নিহত হয়েছেন। অজ্ঞাত বন্দুকধারী দল শুক্রবার চীনা কনস্যুলেট ভবনে হামলা চালায় বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান একই দিনে এই দুটো হামলাকেই সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, দুটো হামলাই সন্ত্রাসীদের পূর্বপরিকল্পিত এবং এর মধ্যে নিশ্চয়ই কোনো যোগসাজশ আছে। কোনোভাবেই ওই হামলাকরীদের ছাড় দেয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।

 

Bootstrap Image Preview