Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীপুরে দিন দুপুরে দোকানের ৯ লাখ টাকার লুট!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮, ১০:২০ PM
আপডেট: ২৩ নভেম্বর ২০১৮, ১০:২০ PM

bdmorning Image Preview


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে দিন দুপুরে একটি মোবাইল সপ (মনির টেলিকম) ও দুইটি জেনারেল স্টোর লুটপাট করেছে দুর্বৃত্তরা। এ সময় তারা নগদ সাড়ে ৬ লাখ টাকাসহ প্রায় সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

শুক্রবার উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজারে এ ঘটনা ঘটে। দিনে দুপুরে দোকানে চুরি হওয়ায় ওই বাজারের ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন।

জানা যায়, দোকান মালিকেরা দোকানের সাটার বন্ধ করে জু’মার নামাজ আদায় করতে গিয়েছিল। দুপুর ১টা থেকে সোয়া পৌনে ২টার মধ্যে দুর্বৃত্তরা তিন দোকানে লুটপাট চালায়।

মনির টেলিকমের স্বত্বাধিকারী মনিরুজ্জামান জানান, জুমার নামাজ আদায় করার জন্য তালাবদ্ধ করে চলে যায়। নামাজ শেষে ও দুপুরের খাবার খেয়ে পৌনে তিনটার দিকে দোকানে এসে দেখি সার্টারের এক পাশের তালা ভাঙা অবস্থায় রয়েছে। পরে দোকানে প্রবেশ করে দেখি ক্যাশ থেকে নগদ ৯৫ হাজার টাকা ও বিভিন্ন কোম্পানীর প্রায় আড়াই লাখ টাকার মোবাইল সেট নিয়ে যায়।

দোকানের সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হয়েছি একজন যুবক মুখে সাদা কাপড় বেঁধে ফোনগুলো একটি ব্যাগে মধ্যে ভরে নিয়ে গেছে। যাওয়ার সময় তারা তাদের সাথে থাকা তালা সার্টারে লাগিয়ে যায়।

মেসার্স জুয়েল ট্রেডার্সের স্বত্বাধিকারী জুয়েল মিয়া জানান, দুপুরের পর দোকানে এসে সার্টারের তালা ভাঙা অবস্থায় রয়েছে। পরে দোকানে প্রবেশ করে দেখেন ক্যাশ থেকে নগদ ২ লাখ টাকা ও সিগারেটের কার্টুনসহ প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।   

মেসার্স পলি জেনারেল স্টোরের স্বত্বাধিকারীরা আবুল কালাম জানান, তার দাকান থেকে নগদ সাড়ে ৩ লাখ টাকা ও সিগারেটের কার্টুনসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

লুট হওয়া দোকানের আশেপাশের ব্যবসায়ী খোকন মিয়া ও আবুল কাশেম জানান, আনুমানিক সোয়া ১টার দিকে ৫/৬ টি মোটরসাইকেল মনির টেলিকমের সামনে এসে দাঁড়াতে দেখেছেন। তবে তারা দোকান লুটের উদ্দেশ্যে আসছেন কিনা তা আমরা বুঝতে পারি নাই।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হয়েছে। লুট হওয়া দোকান থেকে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে।  দোকান মালিকেরা লিখিত অভিযোগ দিলে আইনাগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Bootstrap Image Preview