Bootstrap Image Preview
ঢাকা, ১৩ সোমবার, মে ২০২৪ | ২৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আফগানিস্তানে মসজিদে জুমার নামাজের প্রার্থনার সময় বিস্ফোরণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮, ০৬:৩০ PM
আপডেট: ২৩ নভেম্বর ২০১৮, ০৬:৩০ PM

bdmorning Image Preview


আফগানিস্তানের পূর্বাঞ্চলের কস্ত প্রদেশের একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এ ঘটনায় আরও ৫০ জন আহত হয়েছেন বলে দেশটির সরকারি কর্মকর্তারা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

শুক্রবার (২৩ নভেম্বর) প্রদেশের ইসমাইল খেল জেলায় সেনা মোতায়েন করা একটি মসজিদে এ বিস্ফোরণ ঘটে।

দেশটির নিরাপত্তা কর্মীরা বলছেন, মসজিদে জুমার নামাজের প্রার্থনার সময় বিস্ফোরণ ঘটেছে। এতে যারা নিহত এবং আহত হয়েছেন, তারা সবাই ওই প্রার্থনায় অংশ নিয়েছিলেন।

তারা এও বলছে, এ ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে, দেশটিতে প্রায় প্রতিদিনই সহিংসতার সৃষ্টি করে চলেছেন তালেবানরা। তাদের নিয়মিত হামলায় প্রাণ হারাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যসহ শত শত আফগান।

Bootstrap Image Preview